আইওএস ১৪ এ ডিফল্ট হিসেবে থাকবে জিমেইল

জিমেইলের নতুন লোগো। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আইওএস ১৪ চালিত ডিভাইস ডিফল্ট অ্যাপ হিসেবে সেট করা যাবে জিমেইল।

আইওএস ১৪ আপডেটটি উন্মুক্ত করা হয় গত সপ্তাহে। আপডেটটি ইনস্টল করে ডিফল্ট মেইল অ্যাপ হিসেবে জিমেইল সেট করতে চাইলে প্রথমে সেটিংসে যেতে হবে। ‘Gmail’ এ গিয়ে ‘Default Mail App’ অপশনটি পাওয়া যাবে।

শুধু জিমেইল নয়, চাইলে ক্রোম ব্রাউজারও ডিফল্ট হিসেবে চালু করতে পারবেন অ্যাপল ব্যবহারকারীরা।

Techshohor Youtube

তবে বাগের কারণে থার্ড পার্টি ব্রাউজার ও মেইল অ্যাপ সিলেক্ট করলেও স্বয়ংক্রিয়ভাবে অ্যাপলের ডিফল্ট ব্রাউজার সাফারি ও মেইল অ্যাপ চালু হচ্ছে। অ্যাপল এখনও এ সমস্যার সমাধান দেয়নি।

এদিকে গুগল জানিয়েছে, জিমেইলের লোগো অচিরেই পাল্টে যাবে। নতুন লোগোর উপরে শুধু ‘এম’ লেখা থাকবে। সাদা খামের অংশটি বাদ দেওয়া হবে।

ইমেইল শুধু চিঠি প্রদানের ইলেক্ট্রনিক সংস্করণ নয়, এর ব্যবহার আরও অনেক বেশি বিস্তৃত এটি বোঝাতেই খাম মুছে ফেলবে গুগল।

দ্য ভার্জ অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ২২/২০২০/১৩

আরও পড়ুন –

ভারী বিজ্ঞাপন ব্লক করবে গুগল ক্রোম

যে কারণে স্লো হচ্ছে গুগল ক্রোম

গুগল ক্রোমের ব্যবহারকারীরা নরজদারীতে!

*

*

আরও পড়ুন