অক্টোবরে আসছে ওয়ানপ্লাস এইট টি

ওয়ানপ্লাস এইট টি। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বছর শেষে ফ্ল্যাগশিপ ফোন নিয়ে হাজির হতে যাচ্ছে চীনা ব্র্যান্ড ওয়ানপ্লাস। টুইটারে কোম্পানিটি জানিয়েছে, আগামী ১৪ অক্টোবর তারা ওয়ানপ্লাস এইট টি এর ঘোষণা দেবে।

এর আগে ওয়ানপ্লাস ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে এক টিজার ভিডিওতে তারা জানায় শীঘ্রই আসবে ফোনটি। সেখানে ‘আয়রন ম্যান’ খ্যাত হলিউড অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রকে দেখা যায়। এবারই প্রথম নয়, আগেও ওয়ানপ্লাসের কয়েকটি বিজ্ঞাপনে দেখা গেছে রবার্ট ডাউনি জুনিয়রকে। 

টিজার ভিডিওতে ওয়ানপ্লাস এইট টি প্রোয়ের নাম উল্লেখ করা হয়নি। তাই প্রো সংস্করণে ফোনটি পাওয়া যাবে কিনা তা এখনও অনিশ্চিত।

Techshohor Youtube

১২০ রিফ্রেশ রেট ডিসপ্লের ফোনটি হবে ৬.৫৫ ইঞ্চি লম্বা। সামনের পাঞ্চহোল সেলফি ক্যামেরায় থাকবে ৩২ মেগাপিক্সেল। পেছনে থাকবে ৪৮, ১৬, ৫ ও ২ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা।

প্রসেসরে থাকবে স্ন্যাপড্রাগন ৮৬৫ বা ৮৬৫ প্লাস। এর র‍্যাম হবে ১২ জিবি, স্টোরেজে থাকবে ২৫৬ জিবি। অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড ১১ অনুযায়ী তৈরি অক্সিজেনওএস। ব্যাটারির শক্তি হবে ৪৫০০ এমএএইচ, যা সাপোর্ট করবে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং।

আগামী ১৪ অক্টোবর শুধু ওয়ানপ্লাস এইট টি নয়, স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাঙ্ক ও এয়ার বাডস নিয়ে হাজির হবে ওয়ানপ্লাস।

আরও পড়ুন – 

বাজেট ফোন আনবে ওয়ানপ্লাস

ওয়ানপ্লাসে প্রি-ইন্সটল্ড ফেইসবুক, অসন্তুষ্ট ব্যবহারকারীরা

বিবোম অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ২২/২০২০/১০২০

*

*

আরও পড়ুন