![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ওয়েবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা পেতে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন। আর সেটি দ্রুতই আসছে।
ওয়েবে বায়োমেট্রিক সিকিউরিটি সুবিধাটি চালু করতে অনেকদূর এগিয়েছে ফেইসবুকের প্রতিষ্ঠানটি।
ওয়েবেটাইনফো নামের এক সাইটে বলা হচ্ছে, মোবাইলে সিকিউরিটি নিয়ে যে দলটি কাজ করেছে, তারাই ওয়েবে সুবিধাটি আনতে কাজ করছে।
আপাতত বেটা হিসেবে ওয়েবে সুবিধাটি পরীক্ষা করছে সেই দলটি। সব কিছু ঠিক থাকলে তারা ব্যবহারকারীদের বেটা সংস্করণটি ব্যবহার করতে দেবে।
সেই প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েবে ব্যবহারের সময় একটা নির্দিষ্ট সময়কে সেশন ধরে ফিঙ্গার দিতে হবে। তখনই ওয়েবে আনলক হবে হোয়াটসঅ্যাপ।
নতুন সুবিধাটি চালু হলে আরও দ্রুত এবং নিরাপদে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে সিকিউরিটি হিসেবে ফেইস আনলক সুবিধা চালু করবে কিনা এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
বর্তমানে ওয়েবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে একটি কিউআর কোড স্ক্যান করতে হয়।
ইএইচ/সেপ্টে১৮/২০২০/১৩০৫
আরও পড়ুন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি