Samsung IM Campaign_Oct’20

বিপিও খাতের ৪০% নারীদের দখলে

অনলাইন সেমিনারের খণ্ডাংশ। ছবি : সৌজন্যে
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিপিও খাতের উন্নয়ন এবং সম্প্রসারনের উদ্দেশ্যে এই খাতের নারী উদ্যোক্তাদের নিয়ে অনলাইনে একটি অনুষ্ঠান আয়োজিত হয়।

সোমবার অনলাইন সেমিনার ‘উইমেন ইন বিপিও’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)।

এতে অতিথি হিসেবে ছিলেন ডিপার্টমেন্ট অব আইসিটির পরিকল্পনা ও উন্নয়নের উপ-পরিচালক ড. ভেনিসা রড্রিক্স, বিডি৪টেকের ব্যবস্থাপনা পরিচালক ড. তানজিবা রহমান ও এএসকে টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক সায়মা শওকত।

প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য তামান্না নুসরাত (বুবলী) । তিনি বিপিও শিল্পে নারীদের অগ্রগতিকে সাধুবাদ জানান এবং তার অঞ্চলের নারীদের আইসিটি খাতে নিজেদের ক্যরিয়ার গড়ে তুলতে সব ধরনের সহায়তা করবেন বলে আশ্বাস দেন ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাক্যর পরিচালক এবং কাজী আইটি সেন্টার লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা জারা মাহবুব।

দেশের তথ্য-প্রযুক্তিতে অন্যতম একটি খাত বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও। এই শিল্পে বর্তমানে কাজ করছে ৫০ হাজার তরুণ-তরুণী, যার শতকরা ৪০ শতাংশই নারী।

এজেড/ সেপ্টেম্বর ১৭/২০২০/১৫

*

*

আরও পড়ুন