![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বহুল প্রতিক্ষার পর প্লেস্টেশন ৫ এর দাম জানালো সনি। দুটি সংস্করণে প্লেস্টোশন আনছে তারা।
ডিস্ক ড্রাইভবিহীন ডিজিটাল সংস্করণের দাম হবে ৫০০ ডলার (৪২ হাজার টাকা)। ডিস্ক ড্রাইভ যুক্ত কনসোলের দাম হবে ৪০০ ডলার (৩৩ হাজার ৬০০ টাকা)।
এর আগে একই দামে এক্সবক্স সিরিজ এক্স কনসোল আনার ঘোষণা দেয় মাইক্রোসফট। তাদের কনসোল বাজারে আসবে ১০ নভেম্বর।
প্লে স্টেশন ৫ এর ডুয়ালসেন্স কন্ট্রোলারের দাম ধরা হয়েছে ৭০ ডলার (৫ হাজার ৫৮০ টাকা)। ওয়্যারলেস থ্রিডি হেডসেটের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ ডলার (৮ হাজার ৪০০ টাকা)। পিএস৫ এর এক্সক্লুসিভ গেইম কিনতে খরচ হবে ৫০ থেকে ৭০ ডলার। হরাইজন ফরবিডেন ওয়েস্ট, স্পাইডার-ম্যান : মাইলস মোরালস, ডেথলুপ ও ফাইনাল ফ্যান্টাসি ১৬ গেইমগুলোর ফার্স্ট লুক প্রকাশ করেছে সনি।
এএমডির সিপিইউ ও জিপিইউ সম্বলিত পিএস৫ এর গ্রাফিক্সের রেজুলেশন হবে এইটকে। র্যাম হবে ১৬ জিবি ও স্ট্রোরেজ থাকবে ৮২৫ জিবি।
গেইমিং কনসোল দুটি যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার বাজারে আসবে ১২ নভেম্বর। যুক্তরাজ্যে পাওয়া যাবে ১৯ নভেম্বর থেকে।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি