Techno Header Top and Before feature image

২ অ্যাপল ওয়াচ এলো ভিন্ন দামে

অ্যাপল ওয়াচ সিরিজ ৬। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাপল ওয়াচ সিরিজ ৬ নিয়ে হাজির হয়েছে অ্যাপল। গত বছর বাজারে আসা অ্যাপল ওয়াচ সিরিজ ৫ এর মতোই দেখতে তাদের নতুন অ্যাপল ওয়াচটি।

তবে নতুন সেন্সর যুক্ত হওয়ায় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য এতে আরও বিস্তারিতভাবে জানা যাবে। যেমন রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে তা ১৫ সেকেন্ডের মধ্যে মাপতে পারবে অ্যাপল ওয়াচ সিরিজ ৬।

আজ থেকেই স্মার্টওয়াচটির প্রি-অর্ডার শুরু হয়েছে। বাজারে আসবে শুক্রবার। এর দাম হবে ৩৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৩ হাজার ৫১৬ টাকা)।

বেশি দামের কারণে যারা অ্যাপল ওয়াচ সিরিজ ৬ কিনতে আগ্রহী নন তাদের জন্য সাশ্রয়ী দামের অ্যাপল ওয়াচও এনেছে অ্যাপল।

অ্যাপল ওয়াচ এসই। ছবি : ইন্টারনেট

সাশ্রয়ী সংস্করণটির নাম অ্যাপল ওয়াচ এসই। এতে অ্যাপল ওয়াচ সিরিজ ৬ এর অনেক ফিচারই আছে। যেমন বিল্ট-ইন অ্যাক্সেলেরোমিটার, জিরোস্কোপ ও ফল ডিটেকশন সাশ্রয়ী সংস্করণটিতেও পাওয়া যাবে। এতে ব্যবহৃত এস৫ চিপ গত বছরের অ্যাপল ওয়াচ সিরিজ ৫ এ দেখা গিয়েছিলো।

অ্যাপল ওয়াচ এসই চাইলে বাচ্চারাও ব্যবহার করতে পারবে। অ্যাপল ওয়াচ ফ্যামিলি সেট আপ নামে একটি ফিচার এনেছে অ্যাপল। এটি ব্যবহারে প্রতিটি অ্যাপল ওয়াচ একটি আইফোনের সঙ্গে কানেক্টেড থাকবে। ফলে স্বাস্থ্যগত তথ্য দেখার জন্য বাচ্চাদের আইফোন কিনে দেওয়ার প্রয়োজন নেই।

আপল ওয়াচ এসই এর দাম হবে ২৭৯ ডলার (২৩ হাজার ৪৩৬ টাকা)।

সিনেট অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ১৬/২০২০/১০৩০

আরও পড়ুন –

যেসব ফিচারসহ আসবে অ্যাপল ওয়াচ সিরিজ ৬

অ্যাপলওয়াচে আসছে গুগল ম্যাপস

মঙ্গলবারই আসছে অ্যাপল ওয়াচ, আইপ্যাড!

*

*

আরও পড়ুন