![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন স্মার্টওয়াচ এবং ট্যাবলেটের সঙ্গে ব্যক্তিগত ফিটনেস সাবস্ক্রিপশন সেবা উন্মুক্ত করেছে অ্যাপল।
ফিটনেস প্লাস নামের ওই প্লাটফর্মটি স্মার্টওয়াচ থেকে ডেটা সংগ্রহ করে এবং সেটি বড় ডিসপ্লেতে হিসাব অনুযায়ী ভিডিও হিসেবে প্রদর্শন করে।
প্লাটফর্মটি আইওএস অ্যাপ স্টোরে বিদ্যমান জনপ্রিয় ফিটনেস অ্যাপ পেলোটন, লেস মিলস এবং ফিটের সঙ্গে প্রতিযোগিতা করবে।
একই সঙ্গে এটি সবচেয়ে জনপ্রিয় ফিটনেস প্লাটফর্ম ফিটবিটের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবে বলেও ধারণা করা হচ্ছে।
মঙ্গলবারের বহুল প্রত্যাশিত ইভেন্ট থেকে অ্যাপল এই নতুন সার্ভিস উন্মোচনের কথা জানালেও আইফোন ১২ সম্পর্কে কিছু জানায়নি। এমনকি সেটি উন্মোচনও হয়নি।
তবে নতুন একটি আইপ্যাড নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
ফিটনেস প্লাস সাবস্ক্রিপশনে ইয়োগা, ডান্সসহ আরও কিছু ওয়ার্কআউট শেখাবে অ্যাপল।
চলতি বছর শেষ হওয়ার আগে বিশ্বের মাত্র ছয়টি দেশে ফিটনেস প্লাস উন্মোচন করবে অ্যাপল। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
ফিটনেস প্লাসের সেবা নিতে মাসিক ১০ পাউন্ড এবং বার্ষিক হিসেবে এর চার্জ করা হবে ৮০ পাউন্ড।
তবে একজন নয়, এতে পুরো পরিবারই ফিটনেস সেবাটি ব্যবহার করতে পারবেন বলে জানায় অ্যাপল।
এছাড়াও আইক্লাউড, আর্কেডিয়া গেইম ও মিউজিকসহ এর মাসিক সাবস্ক্রিপশন ফি হবে ৩০ পাউন্ড।
এতে কোনো যন্ত্রাংশ বা উপকরণ ছাড়াই ১০টি ওয়ার্কআউট করার সুবিধা দেবে অ্যাপল।
বিবিসি অবলম্বনে ইএইচ/সেপ্টে১৬/২০২০/০৯৪৪
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি