Techno Header Top and Before feature image

প্রথা ভাঙা ডিজাইনে এলো এলজি উইং

এলজি উইং ফোন। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রচলিত ট্রেন্ডের বাইরে গিয়ে ভিন্ন ডিজাইনের ফোন এনেছে এলজি। টি আকারের ফোনটির নাম এলজি উইং।

এই ফোনে দুটি ডিসপ্লে থাকলেও অন্যান্য ফোল্ডেবল ফোনের সঙ্গে এর মিল নেই। উপরের স্ক্রিন ঘোরালেই নিচ থেকে বের হবে আরেকটি স্ক্রিন। ফলে একইসঙ্গে দুই স্ক্রিনে দুটি ভিন্ন অ্যাপ চালানো যাবে। ক্যামেরা চালু করলে বড় স্ক্রিনে ছবি তোলা যাবে। নিচের ছোট স্ক্রিনে নিয়ন্ত্রণ করা যাবে সেটিংস। নিচের স্ক্রিনটি ট্রাইপডের অভাব কিছুটা হলেও পূরণ করবে। ফলে ছবি তোলার সময় ফোন খুব শক্ত করেই ধরা যাবে।

ওএলইডি প্যানেলের স্ক্রিন দুটির আকার হবে ৬.৮ ও ৩.৯ ইঞ্চি। নচহীন ফোনটিতে থাকবে ৩২ মেগাপিক্সেলের পপ আপ ক্যামেরা। পেছনে থাকবে ৬৪, ১৩ ও ১২ মেগাপিক্সেলের ত্রিপল ক্যামেরা।

ফাইভজি ফোনটির প্রসেসর ৭৬৫জি, র‍্যাম ৮ জিবি ও স্টোরেজ ২৫৬ জিবি। ওয়্যারলেস চার্জিং সাপোর্টসহ ব্যাটারির শক্তি ৪০০০ এমএএইচ। এতে আরও আছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট।

এলজির দাবি, ফোনটি পানি নিরোধী এবং এর উপরের স্ক্রিন ২ লাখ বারেরও বেশি ঘুরানো যাবে।

আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় ফোনটি পাওয়া যাবে। তবে এখনো এর দাম প্রকাশ করেনি এলজি । 
 
দ্য ভার্জ অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ১৫/২০২০/১১৪০
 
https://youtu.be/cfZG8K4ZqgQ

*

*

আরও পড়ুন