![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মার্কিন যুক্তরাষ্ট্রে ছোট ভিডিও তৈরির অ্যাপ টিকটক নিষিদ্ধ করার জন্য এক নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এরপরই দেশটিতে টিকটক কেনার জন্য অনেক বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। যাকে খুবই নেতিবাচক এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি ভুল নজির স্থাপন করা হবে বলে বলেছেন ইনস্টাগ্রামের সিইও অ্যাডাম মিসৌরি।
সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার মিসৌরি বলেছেন, এটি ইন্টারনেটের উপর ‘একটি খন্ডিত ঝুঁকি’। হয়তো টিকটকের নিষেধাজ্ঞার ফলে সাময়িকভাবে ফেইসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম সুবিধা পাবে।
দেশগুলো যদি এখন ইন্টারনেটকে এই ‘সিলো’ হিসেবে দেখতে শুরু করে তাহলে তা দীর্ঘমেয়াদে বড় ধরনের সমস্যা বয়ে আনবে, বলেন মিসৌরি।
যদিও গত মাসেই ইনস্টাগ্রাম টিকটকের মতো ছোট ভিডিও তৈরির নতুন ফিচার রিল উন্মোচন করেছে।
এমনকি ভারতে গত জুনে টিকটকসহ যে ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে তার ফলেও এসব অ্যাপের ব্যবহারকারী বৃদ্ধিই পেয়েছে বলে মনে করেন মিসৌরি।
নানা ধরনের সামাজিক মাধ্যমের ভিড়ে এখনো চীনে ফেইসবুক, ইনস্টাগ্রামের মতো কিছু অ্যাপ নিয়ন্ত্রণ করা হয়।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মনে করছে, টিকটক দেশটিতে থেকে ব্যবহারকারীদের ডেটা নিয়ে সেটি চীনে পাচার করছে। এমনকি এর মাধ্যমে নজরদারি করা হয় এবং জাতীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে।
যদিও অভিযোগ সবসময় অস্বীকার করে আসেছে চীনা বাইটড্যান্সের প্রতিষ্ঠান টিকটক।
ইন্টারনেট অবলম্বনে ইএইচ/সেপ্টে১৩/২০২০/২০৪৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি