vivo Y16 Project

সনির পিএস৫ ইভেন্ট বুধবার

প্লে স্টেশন ৫। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সনির নতুন গেইমিং কনসোল পিএস৫ এর দেখা মিলবে আগামী বুধবার। অনলাইনে ৪০ মিনিটের এক ইভেন্টে পিএস৫ সম্পর্কে বিস্তারিত জানাবে সনি।

প্লে স্টেশন ৫ বা পিএস৫ এর প্রি-অর্ডারের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয় গত মাসে। তবে গেইমিং কনসোলটির দাম বা বাজারে আসার তারিখ সম্পর্কে কিছুই জানায়নি সনি।

সনির প্লেস্টেশন ৫ এ কী কী গেইম খেলা যাবে তা জুন মাসেই জেনেছেন পিএস ভক্তরা। গেইমগুলো হলো লিটল ডেভিল ইনসাইট, কেনা : ব্রিজ অব স্পিরিটস, অডওয়ার্ল্ড : সোলসস্ট্রোম, স্ট্রে, ঘোস্টওয়্যার :টোকিও, প্র্যাগমাটা প্রোজেক্ট আথিয়া, ডেথলুপ ও রিটারর্নাল। তবে সবগুলো গেইম খেলতে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Techshohor Youtube

উল্লেখ্য, গত সপ্তাহে মাইক্রোসফট তাদের নতুন গেইমিং কনসোল একবক্স সিরিজ এক্স ও এক্সবক্স সিরিজ এসের ঘোষণা দিয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে কনসোল দুটির প্রি-অর্ডার শুরু হবে।মাইক্রোসফটের মতো পিএস৫ এরও একটি কমদামি সংস্করণ আনছে সনি।

আরও পড়ুন

প্লেস্টেশন ৫ : যে গেইমগুলো খেলা যাবে

দ্য ভার্জ অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ১৩/২০২০/১৩৫৫

*

*

আরও পড়ুন

vivo Y16 Project