দ্বিতীয় প্রজন্মের ইকো ডিভাইস বা তার পরের সংস্করণের আইপিপি এনাবলড প্রিন্টারগুলোতে ‘অ্যালেক্সা প্রিন্ট’ ফিচারটি কাজ করবে। অ্যালেক্সাতে প্রিন্টার ফিচারটি কাজ করবে কিনা তা জানতে ব্যবহারকারীদেরকে বলতে হবে, ‘Alexa, discover my printer’।
এনাবলড হলে ফিচারটি অন করতে অ্যালেক্সা অ্যাপ ওপেন করে ‘Add Devices’ সিলেক্ট করার পর ‘Printer’ অপশনে ক্লিক করতে হবে।
প্রিন্টারের সঙ্গে কানেক্ট করা মাত্র ইঙ্ক ও টোনার কতোখানি মজুদ আছে সে তথ্য জেনে নেবে অ্যালেক্সা। প্রিন্টারে ইঙ্ক ও টোনারের পরিমাণ কম থাকলে সে তথ্য জানাবে ব্যবহারকারীকে। অ্যামাজনে স্মার্ট রিঅর্ডার অপশনটি সিলেক্ট করলে ইঙ্ক ও টোনারে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।
বাসা থেকে কাজের সুবির্ধাথে অ্যালেক্সা দিয়ে প্রিন্ট করানোর ফিচার এনেছে অ্যামাজন। ভবিষ্যতে ফিচারটি আরও অনেক মডেলের প্রিন্টারে কাজ করবে বলে জানিয়েছে ই-কমার্স জায়ান্টটটি।
টেক ক্রাঞ্চ অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ১২/২০২০/১২৪৫