![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বেশকিছু দেশে এলজিবিটি হ্যাশট্যাগ নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে ছোট ভিডিও তৈরির অ্যাপ টিকটকের বিরুদ্ধে।
অবশ্য অভিযোগ স্বীকার করে টিকটক বলছে, স্থানীয় আইন অনুযায়ী চলতে গিয়েই তাদের এটি করতে হয়েছে।
অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট (এএসপিআই) থিঙ্ক ট্যাংক বলছে, প্রচ্ছন্নভাবে এলজিবিটি হ্যাশট্যাগ জর্ডান, বসনিয়া এবং রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে।
অবশ্য টিকটক স্থানীয় আইনের কথাই উল্লেখ করেছে এমন নিয়ন্ত্রণের জন্য।
এএসপিআই তাদের যে লিস্ট দিয়েছে সেখানে অন্তত চারটি হ্যাশট্যাগের কথা উল্লেখ রয়েছে।
টিকটক বলছে, স্থানীয় আইনের পরিপন্থির পাশাপাশি বেশ কিছু কনটেন্ট ছিল যা পর্নোগ্রাফি আইনেও নিয়ন্ত্রণ করতে হয়েছে।
বিবিসি অবলম্বনে ইএইচ/সেপ্টে১১/২০২০/ ১১২২
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি