Samsung IM Campaign_Oct’20

দ্বিতীয় প্রজন্মের ফোন আনলো মটোরলা

নিউ মটোরলা রেজার। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রেস ইভেন্টে নতুন ফোল্ডেবল ফোন উন্মোচন করেছে মটোরলা। ফোনটি মটোরলা রেজার ফোনের উন্নত সংস্করণ। তবে রেজার ২ এর বদলে ফোনটির নাম রাখা হয়েছে ‘নিউ রেজার’।

ফোনটি ফ্লিপ করা যাবে ২ লাখ বার। দিনে ১০০ বার ভাঁজ খুললেও ৫ বছর পর্যন্ত এটি ব্যবহার করা যাবে। এর মূল ডিসপ্লেতে আছে ৬.২ ইঞ্চির ডিসপ্লে। কভার ডিসপ্লে ২.৭ ইঞ্চির, এতে যে কোনো অ্যাপ চালু করা যাবে।

প্রসেসরে আছে স্ন্যাপড্রাগন ৭৬৫জি, র‍্যাম ৮ জিবি, ইন্টারনাল স্টোরেজ ২৫৬ জিবি। ব্যাটারি ২৮০০ এমএএইচ, যা সাপোর্ট করবে ১৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি। ক্যামেরা সেটআপে আছে ১৬ ও ৪৮ মেগাপিক্সেলের সেন্সর। সেলফির জন্য আছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা।

ফাইভজি ফোনটির দাম শুরু হবে ১৪শ’ ডলার থেকে। আগের প্রজন্মের ফোল্ডেবল ফোনটির দাম ছিলো দেড় হাজার ডলার। প্রচলিত ফ্ল্যাগশিপের চেয়ে দ্বিগুণ দামে কম শক্তিশালী ফোনটি কিনতে আগ্রহী হননি ক্রেতারা।

অ্যান্ড্রয়েড সেন্ট্রাল অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ১০/২০২০/১১২৫

আরও পড়ুন –

মটোরোলা রেজারের জন্য দুঃসংবাদ

মটোরোলা রেজার ফোল্ডেবলের রেন্ডার ছবি ফাঁস

*

*

আরও পড়ুন