![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনা জায়ান্ট হুয়াওয়েকে আগামী সপ্তাহ থেকে মার্কিন মুল্লুকে অতিরিক্ত নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে। এতে হুয়াওয়ের পাশাপাশি অস্বস্তিতে পড়েছে আরও প্রতিষ্ঠান।
হুয়াওয়েকে নিষিদ্ধ করার ক্ষত এখনি অনুভব করতে পারছে দক্ষিণ কোরিয়ার ইলেক্ট্রনিক জায়ান্ট স্যামসাং। বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান ক্রেতা হুয়াওয়ে।
একই সঙ্গে হুয়াওয়েকে আরও কয়েকটি প্রতিষ্ঠান চিপ সরবরাহ করতো। তারা এই সময়ে সবাই কিছুটা হলেও ক্ষতির সম্মুখীন হবেন।
স্যামসাং, হেইনিক্স ইন কর্পোরেটসহ অনেক প্রতিষ্ঠান আগামী সপ্তাহ থেকে হুয়াওয়ের কাছে চিপ সরবরাহ বন্ধ করবে বলে খাত সংশ্লিষ্টদের অনেকেই বলছেন।
আগামী মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রে হুয়াওয়ে কিছুটা হলেও কোনঠাসা হয়ে পড়বে। ফলে তারা যতোদিন না দেশটিতে আবারও অনুমতি না পায় ততদিন পর্যন্ত এসব প্রতিষ্ঠানকেও ক্ষতির মুখে থাকতে হবে।
স্যামসাং হুয়াওয়ের প্রথমসারির বিক্রেতা প্রতিষ্ঠান। এছাড়াও মোট চিপের অন্তত ১০ শতাংশ হুয়াওয়েকে সরবরাহ করতো এসকে হেইনিক্স নামের আরেকটি প্রতিষ্ঠান।
ইন্টারনেট অবলম্বনে ইএইচ/সেপ্টে৯/২০২০/১৫৫২
আরও পড়ুন –
গুগলের সঙ্গে আপোস চায় না হুয়াওয়ে
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি