টিকটকের নকল ইনস্টাগ্রাম রিলস, দাবি ব্যবহাকারীদের

ইনস্টাগ্রাম রিলস। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টিকটকের বিকল্প হিসেবে ইনস্টাগ্রাম রিলসের ব্যবহারকারী বাড়তে শুরু করেছে।

এক জরিপে টিকটক ব্যবহারকারীদের ৮১ শতাংশ জানিয়েছেন, রিলস ফিচারটি পুরোপুরি টিকটক অ্যাপের মতো। পার্থক্য না থাকায় ৬১ শতাংশ টিকটক ব্যবহারকারী এখন রিলসে বেশি সময় কাটাচ্ছেন।

টিকটকের বিরুদ্ধে ডেটা চুরির অভিযোগ এনেছে ট্রাম্প সরকার। তাই যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রি করবে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স। যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবসা মার্কিন কোনো কোম্পানির হাতে চলে যাক তা অনেকেই চান না। মার্কিন কোম্পানির হাতে তথ্য চলে যাওয়া নিয়ে ৭৫ শতাংশ অংশগ্রহণকারী শঙ্কা প্রকাশ করেছেন। চীনা কোম্পানির হাতে ডেটা চলে যাওয়া নিয়ে চিন্তিত ৬৭ শতাংশ ব্যবহারকারী।

Techshohor Youtube

ফেইসবুক যে ছোট ছোট কোম্পানিগুলোর অ্যাপ বা ফিচার নকল করছে তা নিয়ে অসন্তুষ্ট ৬৩ শতাংশ ব্যবহারকারী। সোশ্যাল মিডিয়া কনটেন্ট কোম্পানি হুইসেলের পরিচালিত জরিপটিতে অংশ নেন ৬৮৬ ব্যবহারকারী। অংশগ্রহণকারীদের বয়স ছিলো ১৮ থেকে ৩৪ এর মধ্যে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ডাউনলোড সংখ্যার দিক দিয়ে টিকটকের অবস্থান তৃতীয়। ট্রাম্প টিকটক বন্ধের হুমকি দেওয়ার পর অ্যাপটির ৪৪ শতাংশ মার্কিন ব্যবহারকারী অ্যাপটিতে বেশি সময় কাটানো শুরু করেছেন।

ফোবর্স অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ০৮/২০২০/১৩৪৪

আরও পড়ুন –

টিকটকের নকল ইনস্টাগ্রাম রিলস, দাবি ব্যবহাকারীদের

৩৫ কোটি ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব ব্যবহারকারীর ডেটা ডার্ক ওয়েবে!

যুক্তরাষ্ট্র থেকে প্রায় চার লাখ ভিডিও সরালো টিকটক

*

*

আরও পড়ুন