![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইলন মাস্ক প্রতিষ্ঠিত নিউরালিংক মস্তিষ্কে চিপ স্থাপনের জন্য বিশাল এক রোবট তৈরি করেছে।
মস্তিষ্কের ক্ষতি এড়াতে শিরা-উপশিরা এড়িয়ে মাথার খুলিতে অস্ত্রোপচার করবে রোবটটি। অস্ত্রোপচারের প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে কয়েক ঘণ্টা। তবে এতে ভয়ের কিছু নেই। শরীরের খুব সামন্য অংশই কাটা পড়বে।
রোবটটির ডিজাইন করেছেন নিউরালিংকের প্রকৌশলীরা। এরপর ওক স্টুডিওর ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনাররা এটি তৈরি করে দেন। রোবটটিকে দেখতে যাতে ভয়ংকর না হয় সে দিকে বিশেষ খেয়াল রেখেছেন তারা।
সুঁচ দিয়ে মস্তিষ্কে চিপ ইনসার্টেশনের জন্য রোবটটির আকার বড় করা হয়েছে। ৮ ফুট লম্বা রোবটটিতে আছে ক্যামেরা ও সেন্সর। এগুলোর মাধ্যমে ব্রেইনের ভেতরটা দেখা যাবে। সর্বদা জীবানুমুক্ত রাখতে রোবটটিতে সাদা রঙ ব্যবহার করা হয়েছে। রোবটটির নিচের দিকে আছে মার্দারবোর্ডের মতো একটি মেশিন। এর মাধ্যমে ভেন্টিলেশনেরও কাজ হবে।
মস্তিষ্ক ও কম্পিউটারের মধ্যে সংযোগ ঘটাতে বিশেষ একটি চিপ নিয়ে গবেষণা চালাচ্ছে নিউরালিংক। এই চিপের ব্যবহার শুরু হলে পারকিনসন, ডিমেনশিয়া ও স্ট্রোকে মস্তিষ্কের কিছু স্থানের নিয়ন্ত্রণ হারানো ব্যক্তিরা উপকৃত হবেন।
আরও পড়ুন
লাইভ ভিডিওতে যা দেখালেন ইলন মাস্ক
বিজনেস ইনসাইডার অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ০৮/২০২০/১১৩০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি