এবার চীনা চিপ জায়ান্ট নিষিদ্ধের হুমকি ট্রাম্প প্রশাসনের

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এবার চীনের আরও একটি প্রযুক্তি প্রতিষ্ঠান নিষিদ্ধ করার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।

চীনের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির ব্যাপারে রীতিমত নিষিদ্ধের জন্য খোঁজখবর শুরু করেছে ট্রাম্প প্রশাসন।

সেমিকন্ডাক্টার ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কর্পোরেশন (এসএমআইএ) বলছে, তারা প্রচণ্ডভাবে হতাশ এবং বিস্মিত পেন্টাগন তাদের নিষিদ্ধ করার জন্য সরকারের কালো তালিকাভুক্তির কথা বলেছে।

Techshohor Youtube

এটি অনুমতি ছাড়াই আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানে চিপ সরবরাহ করার কাজটিতে এখন বাধা দেবে বলে বলছে প্রতিষ্ঠানটি।

বেইজিং এই সিদ্ধান্তের বিরোধীতা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ওয়াশিংটন এমন কর্মকাণ্ডের মাধ্যমে চীনের প্রতিষ্ঠানগুলোকে হয়রানি করছে। একই সঙ্গে তারা জাতীয় নিরাপত্তার দোহায় দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য আইনের পরিপন্থি কাজও করছে।

এসব থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, আগামী দিনে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে এসএমআইএ। আর ইতোমধ্যে দেশটিতে হুয়াওয়েকে অনেকটাই নিষিদ্ধ করা হয়েছে। আরেক চীনা ইন্টারনেট কোম্পানি বাইটড্যান্সের টিকটক নিষিদ্ধ করতে কিছুদিন সময় দিয়েছে ট্রাম্প প্রশাসন।

এসএমআইএ দেশটিতে নতুন প্রযুক্তি এবং কাটিং এজ প্রযুক্তির স্মার্টফোনের জন্য চিপ নির্মাণ করে থাকে।

বিবিসি অবলম্বনে ইএইচ/সেপ্টে৭/২০২০/২০৪০

আরও পড়ুন –

গুগলের সঙ্গে আপোস চায় না হুয়াওয়ে

যুক্তরাষ্ট্রের চাপে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ চিপ তৈরি বন্ধ!

হুয়াওয়ে কর্মীদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে আরও কঠিন হচ্ছে হুয়াওয়ের ব্যবসা

*

*

আরও পড়ুন