![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এলজির নতুন ফোনে উইং (ডানা) থাকবে। গত মে মাস থেকে ফোনটি নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। এবার খোদ এলজি উইং ফোন আনার ঘোষণা দিয়েছে।
ফোনটি আনুষ্ঠানিকভাবে তারা উন্মোচন করবে ১৪ সেপ্টেম্বর। এর আকার হবে ইংরেজি অক্ষর ‘টি’-র মতো। ভেতরে ও বাইরে থাকবে দুটি স্ক্রিন।
ফাইভজি ফোনটিতে থাকবে ৬৪ মেগাপিক্সেলসহ তিনটি ক্যামেরা। চিপসেট হবে মিডরেঞ্জের। রোটেটিং ফোনটির দাম হবে ১ হাজার ডলারের উপরে।
এক্সপ্লোরার প্রকল্পের আওতায় ফোনটি তৈরি করেছে এলজি। নতুন নতুন কৌশলে মোবাইল ডিভাইস ব্যবহার ও ইউজারদের প্রচলিত অভ্যাস ভাঙতেই অভিনব ডিজাইনের ফোন আনছে এলজি।
এর আগে রোটেটিং টিভি আনে স্যামসাং। ৪৩ ইঞ্চির সেরো টিভিতে পোর্ট্রেইট মোডে টিকটক, ফেইসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করা যায়।
দ্য ভার্জ অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ০৭/২০২০/১৭১৭
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি