Techno Header Top and Before feature image

মঙ্গলবারই আসছে অ্যাপল ওয়াচ, আইপ্যাড!

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন আইপ্যাড এবং অ্যাপল ওয়াচ আগামীকাল মঙ্গলবার উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। অবশ্য অ্যাপল এখনো সময়টি নিশ্চিত করেনি। 

তবে ম্যাক রিউমারে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মঙ্গলবার পণ্য দুটি উন্মোচন করবে অ্যাপল। 

তাদের এই প্রতিবেদনের পক্ষে অবশ্য অনেক যুক্তি তুলে ধরা হয়েছে। এমনকি কয়েকজনের টুইটও সংযুক্ত করা হয়েছে সেখানে। 

এর আগে অবশ্য বিষয়টি নিয়ে নানা ধরনের কথা হয়েছ্ দুটি পক্ষের তরফে এমন কথা হয়েছে। সেখানে একটি পক্ষ বলেছিল ৭ সেপ্টেম্বর অর্থাৎ আজ সোমবার অ্যাপল তাদের পণ্য উন্মোচন করবে। কিন্তু তা সঠিক হয়নি। 

যেহেতু অ্যাপল তাদের ইভেন্ট সেপ্টেম্বরে করে তাই অনেকেই এখন বলছেন আগামীকাল মঙ্গলবারই আসছে অ্যাপলের নতুন পণ্য। তবে সেসব পণ্যের মধ্যে আইফোন থাকছে না। 

নতুন যে আইপ্যাড আনছে অ্যাপল তার আকার হবে ১০.৮ ইঞ্চি। বর্তমান সংস্করণটির ডিসপ্লের আকার ১০.২ ইঞ্চি। এতে থাকবে ডুয়েল স্পিকারস ও ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। থাকতে পারে অ্যাপলের ম্যাজিক কিবোর্ডের সাপোর্টও। ক্যামেরা থাকবে একাধিক।

নতুন আইফোন ১২ সিরিজ ও অষ্টম প্রজন্মের আইপ্যাডের উন্মোচন হতে পারে আগামী ১২ অক্টোবর।  নতুন আইফোন ১২ বাজারে আসতে পারে দুটি সংস্করণে। ফোনগুলোর সবগুলো কিংবা নির্দিষ্ট কিছু মডেলে থাকতে পারে ফাইভজি সুবিধা। ডিভাইসগুলোর সরবরাহ শুরু হবে অক্টোবরের শেষে।

এখন শুধু অপেক্ষা আগামীকালের আইপ্যাড কিংবা অ্যাপল ওয়াচ আসে কিনা দেখার। 

ইন্টারনেট অবলম্বনে ইএইচ/সেপ্টে০৭/২০২০/১৩৩০

*

*

আরও পড়ুন