Techno Header Top and Before feature image

এনলিস্টমেন্ট সনদধারী মোটরসাইকেলে রাইড শেয়ারের অনুমতি

Ride-sharing-techshohor
মোটরসাইকেলে রাইড শেয়ারিং। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দীর্ঘ দিন পর মোটরসাইকেলে রাইড শেয়ারিং অনুমতি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

সেটাও করতে হবে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে। এই তালিকায় মাত্র ১১৫৬টি রাইড শেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেটপ্রাপ্ত মোটরসাইকেলকে অনুমতি দিয়েছে বিআরটিএ। 

অবশ্য সেখানে রয়েছে বিআরটিএ’র শর্ত। অনুমতিপ্রাপ্ত মোটরসাইকেলগুলো ডিটিসিএ এলাকা অর্থাৎ ঢাকা মেট্রো, গাজীপুর মেট্রো, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলা এলাকায় চলাচল করতে পারবে।

আগে এ সেবার আওতায় জেলা শহর থাকলেও এবার চট্টগ্রামসহ কয়েকটি শহরের জন্য এখনো অনুমতি দেয়নি বিআরটিএ। 

বিআরটিএ গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়ে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে। 

রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের মার্কেটিং লিড সৈয়দা নাবিলা মাহবুব টেকশহরডটকমকে মোটরসাইকেলে রাইড শেয়ার অনুমতি দেবার বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিআরটিএ’র হিসাবে তাদের অনুমোদিত রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর অন্তত এক লাখ ২৩ হাজার যানবাহন রাইড শেয়ার করে। যার মধ্যে এক লাখ ৪ হাজার মোটরসাইকেল। 

এর মধ্যে এনলিস্টমেন্ট সনদ রয়েছে ৯ হাজার গাড়ি এবং ১১৫৬ মোটরসাইকেলের। যেগুলোকে রাইড শেয়ারের অনুমতি দিয়েছে সংস্থাটি। 

এর আগে দেশে ২৬ মার্চ থেকে রাইড শেয়ারিং সেবা বন্ধ করে দেয় বিআরটিএ। পরে ধীরে ধীরে গণপরিবহণ স্বাভাবিক হতে শুরু করলে উবার, পাঠাওসহ অন্যান্য রাইড শেয়ারিং প্রতিষ্ঠান বিআরটিএ’র কাছে আবেদন করে রাইড শেয়ারিং চালু করে দেবার।

সংস্থাটি বলছে, রাইড শেয়ারিংয়ের জন্য এনলিস্টমেন্ট সনদ বাধ্যতামূলক। তাই শুধু সনদধারীদেরই অনুমতি দেয়া হয়েছে। তবে অল্প সময়ে এই সনদধারীদের সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা করছে বিআরটিএ। 

ইএইচ/সেপ্টে০৪/২০২০/২০৩০

আরও পড়ুন – 

মাস্কহীন যাত্রীর সেলফি নেবে উবার

রাইড শেয়ারিং চালু চায় উবার-পাঠাও

উবারে ১৫টি পাঠাওয়ে ২টি গাড়ি চালানোর অনুমতি

অনুমোদনের পথে উবার পাঠাও, নীতিমালায় যা আছে

পাঠাওয়ের তথ্য চুরি : মোবাইল অ্যাপ ও প্রাইভেসি নিয়ে ভ্রান্তিবিলাস

করজালে উবার-পাঠাও

*

*

আরও পড়ুন