Samsung IM Campaign_Oct’20

মাসে ১২৫ কোটি ব্যবহারকারী দেখে ফেইসবুক ওয়াচ

facebook-deleting-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুকের ভিডিও হাব হিসেবে পরিচিত ‘ফেইসবুক ওয়াচ’ মাসে অন্তত ১২৫ কোটি ব্যবহারকারী দেখে।

ফেইসবুক ওয়াচে সামাজিক মাধ্যমটির ব্যবহারকারীরা ভিডিও দেখতে এবং সেখানে ভিডিও আপলোড করতে পারে। এই সংখ্যা মাসিক সামাজিক মাধ্যমটির ব্যবহারকারীদের মধ্যে প্রায় অর্ধেক। বর্তমানে মাসে ফেইসবুকের সক্রিয় ব্যবহারকারী অন্তত ২৭০ কোটি।

২০১৮ সালে ফেইসবুক ওয়াচ সেবাটি চালু করে। এরপর থেকেই অনেকেই ফেইসবুকের ভিডিও দেখতে এই হাবে প্রবেশ করেন। সেখানেই লাইভ ভিডিও, খেলাধুলা, বিনোদন, ইভেন্ট, শো, নিউজ কিংবা মিউজিক ভিডিও সবই পাওয়া যায় বলে এক ব্লগ পোস্টে জানিয়েছে ফেইসবুক।

ফেইসবুক অ্যাপ বা ওয়েবসাইট থেকে এই সেবা সহজেই এবং বিনামূল্যে পাওয়া যায়।

ফেইসবুক ওয়াচ চালু করার পর থেকে স্পোর্টস এবং বিনোদনের জন্য অনেকেই এদিকে ঝুঁকেছেন বলে বলছে ফেইসবুক।

সিনেট অবলম্বনে ইএইচ/সেপ্টে০৪/২০২০/১১১০

আরও পড়ুন –

বিশ্বব্যাপী চালু হলো ফেইসবুক ওয়াচ 

কঠিন হচ্ছে ফেইসবুক ব্যবহারের শর্তাবলী

একত্রে অনেক ফেইসবুক পোস্ট ডিলিটের উপায়

‘২০১৭ সালে রোহিঙ্গা নিধনে ফেইসবুক উষ্কানি দিয়েছে’

*

*

আরও পড়ুন