
মেগান-হ্যারি দম্পতি। ছবি : ইন্টারনেট
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্রিটেনের রাজ বংশধর প্রিন্স হ্যারি ও মেগান মর্কেল লস অ্যাঞ্জেলেসে নিজেদের প্রোডাকশন কোম্পানি খুলেছেন। প্রোডাকশন কোম্পানিটি স্বাধীনভাবে পরিচালনা করবে তাদের দাতব্য সংস্থা আর্চওয়েল।
নেটফ্লিক্সের সঙ্গে চুক্তির আওতায় তারা ফিচার ফিল্ম, শো ও বাচ্চাদের জন্য সিরিজ তৈরি করবে। কয়েক বছর মেয়াদি চুক্তিটি কতো টাকায় সই হয়েছে তা জানায়নি নেটফ্লিক্স।
গত আট মাস আগে ব্রিটেনের রাজবাড়ি ছাড়েন মেগান-হ্যারি। এরপর যুক্তরাষ্ট্রে বসতি গড়েন তারা। মেগান মার্কেলের সঙ্গে হলিউডের সম্পর্ক পুরানো। তিনি নিজেও সিনেমা ও টিভি সিরিজে অভিনয় করেছেন। তবে তাই বলে ব্রিটেনের রানী এলিজাবেথ দ্বিতীয়র জীবনী নিয়ে নির্মিত ‘দ্য ক্রাউন’ সিরিজে তাকে দেখা যাবে না ! মার্কেল সাফ জানিয়ে দিয়েছেন অভিনয়ে ফেরার কোনো ইচ্ছা নেই তার। তবে ডকুমেন্টরিতে হাজিরা দিতে কোনো আপত্তি নেই তাদের। গত সপ্তাহেই প্যারাঅলিম্পিক গেইমস নিয়ে তৈরি রাইজিং ফনিক্স নামের এক ডকুমেন্টারিতে দেখা গেছে হ্যারিকে।
প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর ২০১৮ সালে বারাক ওবামাও নেটফ্লিক্সের সঙ্গে চুক্তি করেছিলেন। বারাক ওবামা ও মিশেল ওবামার প্রযোজনায় বানানো ‘আমেরিকান ফ্যাক্টরি’ সেরা ডকুমেন্টরি হিসেবে অস্কার জিতে নেয় গত বছর।
এনগ্যাজেটস অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ০৩/২০২০/১৫১৪
আরও পড়ুন
ওয়েবসাইটটি হ্যারি-মেগানের নয়!
ইনস্টাগ্রামে মেগান-হ্যারির রেকর্ড
সোশ্যাল মিডিয়া থেকে মেগান মার্কেলের বিদায়