গাছে ফোন ঝুলিয়ে রাখছেন অ্যামাজন ড্রাইভাররা

গাছের ডালে ফোন। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডেলিভারিতে সহকর্মীদের চেয়ে এগিয়ে থকতে গাছে ফোন ঝুলিয়ে রাখছে অ্যমাজন ড্রাইভাররা। শিকাগোতে অ্যামাজন ডেলিভারি স্টেশন ও হোল ফুড স্টোরগুলোর সামনে এ চিত্র দেখা গেছে।

ডেলিভারির কাজ বন্টনের জন্য অ্যামাজন ফ্লেক্স নামের একটি অ্যাপ ব্যবহার করে অ্যামাজন। কোনো কর্মী পিকআপ লোকেশনের কাছে থাকলে ডেলিভারির জন্য তাকেই বেছে নেয় অ্যাপটি। ড্রাইভারদের হাতে একটি ফোন থাকে আরেকটি ফোন সিঙ্ক করা অবস্থায় থাকে গাছের ডালে। হাতে থাকা ফোনটি নিয়ে পার্কি লটে বা গাড়ির ভেতরে তারা অপেক্ষা করেন। অর্ডার আসলে তারাই আগে ডেলিভারি অ্যাক্সেপ্ট করতে পারেন। ফলে অ্যামাজন স্টোরের ভেতরে থাকা কর্মীদের চেয়ে তারা এগিয়ে থাকেন।

বেশি পণ্য ডেলিভারি মানেই বেশি টাকা আয়ের সুযোগ। প্রতিদ্বন্দ্বিতা আগেও ছিলো তবে মহামারিতে বিপুল সংখ্যক উবার ড্রাইভারের আয় কমে গেছে। তারা এখন পণ্য ডেলিভারি দিয়ে টাকা আয়ে ঝুঁকছেন।

Techshohor Youtube

যারা গাছে ফোন ঝোলানোর প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন না তারা অন্য সহকর্মীদের দুষছেন। কেউ কেউ অ্যামাজনের কাছে অভিযোগও জানিয়েছেন। অ্যামাজন বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে তবে এখনও কোনো পদক্ষেপ নেয়নি।

বিজনেস ইনসাইডার অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ০৩/২০২০/১৩৩৮

আরও পড়ুন

ড্রোনে পণ্য ডেলিভারির অনুমতি পেল অ্যামাজন

অ্যামাজনেরও নকল!

বাইডেন ও হ্যারিস বিরোধী অশ্লীল স্লোগানের শার্ট সরিয়েছে অ্যামাজন

টিকটক নিয়ে দ্বিধায় অ্যামাজন

*

*

আরও পড়ুন