মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক

Narendra Modi selfi-TechShohor
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে টুইটার কর্তৃপক্ষ। 

অ্যাকাউন্টটিতে অন্তত ২৫ লাখ ফলোয়ার রয়েছে এবং এটি নিয়ন্ত্রণ করা হতো মোদির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। 

তবে এর বাইরেও আরেকটি ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে মোদির। সেখানে ৬ কোটি ১০ লাখের মতো ফলোয়ার রয়েছে বিজেপি এই নেতার। তবে সেই অ্যাকাউন্ট অক্ষত আছে বলে জানিয়েছে টুইটার। 

Techshohor Youtube

ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ত্রাণের জন্য সহায়তা দিতে ফলোয়ারদের প্রতি আহ্বান জানিয়ে মোদির টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি টুইট করা হয়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে ত্রাণ তহবিলে সেখানে এই সহায়তা দেবার জন্য ফলোয়ারদের বলা হয়েছিল।

টুইটার জানিয়েছে, তারা এই ধরণের কর্মকাণ্ড সম্পর্কে জানে এবং মোদীর টুইটার অ্যাকাউন্ট নিরাপদ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

এর আগে গত জুলাই মাসে বিশ্বজুড়ে সুপরিচিত অনেক কয়েকজনের টুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা ঘটে। 

সেসময় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রার্থী জো বাইডেন, টেসলার সিইও ইলন মাস্কসহ আরও সুপুরিচিত ব্যক্তিরা ছিলেন। 

টুইটারের একজন মুখপাত্র জানিয়েছেন, নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট হ্যাক হবার বিষয়টি তারা খতিয়ে দেখছে। 

পরে মোদির অ্যাকাউন্ট থেকে করা সেসব টুইট সরিয়ে নিতে কাজ করার কথাও জানিয়েছে টুইটার। 

বিবিসি অবলম্বনে ইএইচ/সেপ্টেম্বর ৩/২০২০/০৯২৭

আরও পড়ুন – 

হ্যাক হয় ১৩০ ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট

১৩০ ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট হ্যাকে গ্রেফতার ৩

করোনা টেস্ট সেন্টারেও আক্রমণ করছে হ্যাকাররা

হ্যাকের ঝুঁকিতে লাখ লাখ আইফোন ব্যবহারকারী

১ টি মতামত

*

*

আরও পড়ুন