![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডোমেইনের নামের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে ভারতে হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক ডোমেইন সম্মেলন।
আগামী রোববার শুরু হতে যাওয়া এ সম্মেলনে স্বাগতিক দেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশের ডোমেইন মালিক, মার্কেটার্স, ব্লগার, নতুন উদ্যোক্তা, এসএমই এবং সার্ভিস প্রোভাইডাররা অংশ নেবেন।
আয়োজকরা জানিয়েছেন, ২০১৪ সালের ডোমেইন ডে উদযাপন উপলক্ষে ভারতকে এ সম্মেলন আয়োজনের প্রথম ভেন্যু নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুন: ডোমেইন হ্যাক করে ফেইসবুককে শুভেচ্ছা
সম্মেলনে ডোমেইন সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও জিটিএলডিএস বিষয়ক সতর্কতা ছড়িয়ে দেওয়া হবে।
ভারতের ডোমেইন মালিক সমিতি (আইডিওএ) প্রথম এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে।
এ উপলক্ষে এক্সিসিওম ডটকমের প্রধান নির্বাহী প্রাখার বিন্দাল এক বিবৃতিতে জানান, ভারতে প্রথম বিশ্ব ডোমেইন ডে পালিত হতে যাচ্ছে। ডোমেইন বিপ্লবকে আরও অগ্রসর করতে এ আয়োজন হাতে নেওয়া হয়েছে। উচ্চ স্তরের (টপ লেভেল) ডোমেইন তৈরির নতুন এ উদ্যোগ ইন্টারনেট জগতে নতুন মাত্রা যোগ করবে বলে তিনি উল্লেখ করেন।
বিন্দাল বলেন, নতুন জিটিএলডিএস লাইসেন্স দেওয়া হয়েছে এবং প্রতি সপ্তাহে তা পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে, যা আগামী ১০ থেকে ১২ মাস পর্যন্ত চলবে। সম্প্রতি ডটকনসাল্টিং এবং ডট মিডিয়াও প্রকাশ করা হয়েছে।
বিখ্যাত ডোমেইন বিনিয়োগকারী মাইক ম্যান, ইউনিয়ন মিনিস্ট্রি অব আইটির সাধারণ সম্পাদক অজয় কুমার, এনআইএক্সআইয়ের চেয়ারম্যান গোবিন্দ, টিএলডি রেজিস্ট্রির প্রধান নির্বাহী সিমন কোসিন, ডটক্লাব রেজিস্ট্রির সিএমও জেফারি সাস এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ পাভান দুর্গাল সম্মেলনে উপস্থিত থাকবেন।
বিশ্বজুড়ে ইন্টারনেটের দেখভালকারী নেইম ও নম্বর প্রদানের দায়িত্বপ্রাপ্ত ইন্টারনেট কর্পোরেশন (আইসিএএনএন) ডোমেইন নাম সম্প্রসারণের কাজ করছে। সংস্থার কাছে এ পর্যন্ত প্রায় দুই হাজার নতুন উচ্চ স্তরের (জিটিএলাডি-দি ডটকম অথবা ডটনেট এক্সটেনশন) ডোমেইনের আবেদন পেয়েছে।
–দ্য হিন্দু অবলম্বনে ফখরুদ্দিন মেহেদী
আরও পড়ুন: