Techno Header Top and Before feature image

বিশ্বের তৃতীয় ধনী এখন মাস্ক

টেসলার সিইও ইলন মাস্ক। ছবি : ইন্টারনেট থেকে নেওয়া।

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বের তৃতীয় ধনী এখন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

ফেইসবুক প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে পিছনে ফেলে মাস্ক তৃতীয় ধনীর তালিকায় উঠে এসেছেন।

ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্সের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সম্পত্তির অঙ্কের ভিত্তিতে জাকারবার্গকে ছাড়িয়ে গেছেন মাস্ক। ওই দিন জাকারবার্গের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১১১ বিলিয়ন ডলার। আর মাস্ক তাকে পিছনে ফেলে ১১৫ দশমিক ৪ বিলিয়ন ডলার নিয়ে তৃতীয় স্থানে উঠে আসেন।

স্পেসএক্সের মতো রকেট গতিতে চলতি চলতি বছর টেসলার শেয়ারের দাম বেড়েছে। সেটা বৃদ্ধির পরিমাণ প্রায় ৫০০ শতাংশ। শেয়ারের দাম বাড়ায় মাস্কের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৮৭ দশমিক ‌৮ বিলিয়ন ডলার।

গত সপ্তাহেই জাকারবার্গ, জেফ বেজোসের সঙ্গে সেন্টি বিলিওনেয়ার (১০ কোটি ডলার বা তার বেশি সম্পত্তি) ক্লাবে যোগ দিয়েছিলেন মাস্ক। অথচ এক সপ্তাহই যায়নি। তার আগেই নতুন উচ্চতায় মাস্ক।

জেফ বেজোস এখনো সবচেয়ে বেশি সম্পদ নিযে শীর্ষ ধনী। তার সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার। তার পরে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তার সম্পদের পরিমাণ ১২৫ বিলিয়ন ডলার।

ইন্টারনেট অবলম্বনে ইএইচ/সেপ্টে০১/ ২০২০/১০১৭

*

*

আরও পড়ুন