vivo Y16 Project

পুরনো ফোনে চলবে না পোকেমন গো

পুরানো ফোনে পোকেমন চলবে না। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আগামী অক্টোবর থেকে পোকেমন গোয়ের সাপোর্ট হারাবে অ্যান্ড্রয়েড ও আইওএসের পুরনো কিছু ডিভাইস।

গেইমটির ডেভেলপার প্রতিষ্ঠান নিয়ান্টিক জানিয়েছে, অ্যান্ড্রয়েড ৫, আইওএস ১০ ও আইওএস ১১ চালিত ডিভাইসগুলোতে পোকেমন গো খেলা যাবে না। আইফোন ৫এস ও আইফোন ৬ ব্যবহারকারীরা আইওএস ১২ ইনস্টল করলেও কোনো সুবিধা পাবেন না। কেনো পুরনো ফোনে সাপোর্ট বন্ধ করা হচ্ছে সে বিষয়ে কিছু জানায়নি তারা।

সংবাদ মাধ্যম ৯টু৫ ম্যাকের দাবি, এআর ভিত্তিকগেইমটি খেলতে উন্নত মানের ডিভাইসের প্রয়োজন হয়। এ কারণেই পরবর্তী আপডেটের সাপোর্ট পাবেন না পুরানো ডিভাইসের ব্যবহারকারীরা। তাই কোনোভাবে পোকেমন গেইমটি ফোনে চালানোর উপায় খুঁজে বের করলেও কারিগরি ত্রুটি সারানোর জন্য আপডেট পাবেন না ব্যবহারকারীরা।

Techshohor Youtube

২০১৬ সালে জুলাইয়ের মাঝামাঝি জাপানে পোকেমন গো উন্মোচিত হয়। গেইমটিতে হেঁটে হেঁটে পোকেমন ধরলে পয়েন্ট পাওয়া যায়।

এনগ্যাজেটস অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ০১/ ২০২০/ ১৩২৫

*

*

আরও পড়ুন

vivo Y16 Project