![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গেইমিং প্রসেসর স্ন্যাপড্রাগন ৭৩০জি এর উন্নত সংস্করণ আনার ঘোষণা দিয়েছে কোয়ালম। নতুন প্রসেসরটির নাম স্ন্যাপড্রাগন ৭৩২জি।
মার্কিন কোম্পানিটি জানিয়েছে, সর্বপ্রথম পোকো এক্স৩ ফোনে প্রসেসরটি দেখা যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফোনটি বাজারে আসবে।
৮ ন্যানোমিটার প্রসেসে তৈরি অক্টাকোর চিপসেটটির ক্লক স্পিড ২.৩ গিগাহার্জ। আগের প্রসেসর স্ন্যাপড্রাগন ৭৩০জি এর ক্লক স্পিড ছিলো ২.২ গিগাহার্জ। প্রসেসরটির কারণে অ্যাড্রিনো ৬১৮ জিপিইউ এর গ্রাফিক্স রেন্ডারিংয়ে উন্নতি ঘটবে ১৫ শতাংশ।
প্রসেসরটিতে আরও থাকবে স্ন্যাপড্রাগন এক্স১৫ মডেম, যা সাপোর্ট করবে এলটিই কানেক্টিভিটি, ওয়াই-ফাই ৬ ও ব্লুটুথ ৫.১ প্রযুক্তি। প্রসেসরটি আরও সাপোর্ট করবে কিউএইচডি প্লাস রেজুলেশন, ১৯২ মেগাপিক্সেলের ছবি ও ফোরকে ভিডিও।
গেইম খেলার সুবিধার্থে থাকবে এইচডিআর গেইমিং, কোয়ালকম গেইম জাঙ্ক রিডিউসার ও ফিজিকাল-বেজড রেন্ডারিং ফিচার।
আরও পড়ুন
স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাসের ঘোষণা দিল কোয়ালকম
বিবোম অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ০১/২০২০/১২
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি