![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এ বছর অষ্টম প্রজন্মের আইপ্যাড নিয়ে হাজির হবে অ্যাপল। আইফোন ১২ সিরিজের পাশাপাশি আইপ্যাডটির দেখা মিলবে অ্যাপলের ইভেন্টে।
তবে তার আগেই এর ফিচার সংক্রান্ত তথ্য ফাঁস হয়েছে। ৯১মোবাইলস নামের একটি ওয়েবসাইটের দেওয়া তথ্য মতে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের বদলে এতে থাকবে ফেইস আইডি ফিচার। বেজেল কমানোতে হোম বাটন থাকবে উপরের অংশে।
আইপ্যাডটির আকার হবে ১০.৮ ইঞ্চি। বর্তমান সংস্করণটির ডিসপ্লের আকার ১০.২ ইঞ্চি। এতে থাকবে ডুয়েল স্পিকারস ও ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। থাকতে পারে অ্যাপলের ম্যাজিক কিবোর্ডের সাপোর্টও। ক্যামেরা থাকবে একাধিক।
নতুন আইফোন ১২ সিরিজ ও অষ্টম প্রজন্মের আইপ্যাডের উন্মোচন হতে পারে আগামী ১২ অক্টোবর। নতুন আইফোন ১২ বাজারে আসতে পারে দুটি সংস্করণে। ফোনগুলোর সবগুলো কিংবা নির্দিষ্ট কিছু মডেলে থাকতে পারে ফাইভজি সুবিধা। ডিভাইসগুলোর সরবরাহ শুরু হবে অক্টোবরের শেষে।
ডিজিটাল ট্রেন্ড অবলম্বনে এজেড/আগস্ট ৩১/২০২০/১৪৩৫
আরও পড়ুন –
বড় স্ক্রিনের নতুন আইপ্যাড আসছে চলতি বছরেই
মিনি এলইডি ডিসপ্লের আইপ্যাড ও ম্যাকবুক আনবে অ্যাপল
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি