![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সেপ্টেম্বরে নতুন অ্যাকশন ক্যামেরা নিয়ে হাজির হতে যাচ্ছে গোপ্রো। নতুন প্রযুক্তির এই ক্যামেরার নাম হবে গোপ্রো হিরো ৯।
ক্যামেরাটির ছবি ও তথ্য প্রকাশ করেছে জার্মান ওয়েবসাইট ইউন ফিউচার। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ক্যামেরাটির রেজুলেশন হবে ৫কে। এবারই প্রথমবারের মতো ফ্রন্ট ডিসপ্লের ক্যামেরা আনছে গোপ্রো। এই ডিসপ্লেতে ব্যাটারি লাইফ, রেকর্ডিং টাইম, ভিডিও সেটিংস দেখা যাবে।
এর পাশাপাশি ব্যবহারকারী নিজের দিকে ক্যামেরা তাক করে যে দৃশ্য ধারণ করবে সেটাও স্ক্রিনে দেখা যাবে। এতে ভ্লগাররা পাবেন বাড়তি সুবিধা। গোপ্রো ছাড়াও, ভ্লগারদের সুবিধার্থে ফ্রন্ট ডিসপ্লেসহ জেডভি-১ মডেলের একটি ক্যামেরা এনেছে সনি।
গোপ্রো হিরো ৯ কবে থেকে বাজারে পাওয়া যাবে বা দাম কেমন হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে প্রতি বছর এ সময়টাতেই নতুন ক্যামেরা নিয়ে হাজির হয় মার্কিন কোম্পানিটি। তাই কয়েক সপ্তাহ অপেক্ষা করলেই সব তথ্য জানা যাবে।
ইউবারগিজমো অবলম্বনে এজেড/ আগস্ট ৩১/২০২০/১৪১০
আরও পড়ুন –
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি