Samsung IM Campaign_Oct’20

এপিক গেইমসের অ্যাকাউন্ট সরালো অ্যাপল

ফোর্টনাইট বনাম অ্যাপল। ছবি : বিবিসি
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইন অ্যাপ পার্চেস বিতর্কের জের ধরে অ্যাপ স্টোর থেকে এপিক গেইমসের অ্যাকাউন্ট ডিলিট করেছে অ্যাপল।

আগেই ফোর্টনাইট গেইমটি সরিয়েছে অ্যাপল। গত সপ্তাহে এক বিবৃতিতে এপিক গেইমস জানায়, আইওএস  ও ম্যাকওএসের ব্যবহারকারীরা ফোর্টনাইটের আর কোনো আপডেট পাবে না। এবার এপিকের অ্যাকাউন্ট ডিলিট করায় কোম্পানিটির তৈরি ব্যাটল ব্রেকার্স ও ইনফিনিটি ব্লাডও আর আইফোন বা আইপ্যাডে ডাউনলোড করা যাবে না। তবে আগে থেকেই ডিভাইসে গেইম দুটি ইন্সটল্ড থাকলে ব্যবহাকারীদেরকে সমস্যায় পড়তে হবে না।

অ্যাপল ও ফোর্টনাইটের নির্মাতা কোম্পানি এপিক গেইমসের বিরোধ শুরু হয় আগস্টের শুরুতে।

অ্যাপ স্টোরকে এড়িয়ে সরাসরি এপিক গেইমসের ওয়েবসাইট থেকে ইন-অ্যাপ পার্চেসে ডিসকাউন্ট পাচ্ছিলো গেইমাররা। এতে ইন-অ্যাপ পার্চেস থেকে প্রাপ্ত ৩০ শতাংশ অর্থ থেকে বঞ্চিত হচ্ছিলো অ্যাপল। ফলে নীতিমালা ভঙের দায়ে ফোর্টনাইট গেইমটি অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলে অ্যাপল। এতে অ্যাপলের বিরুদ্ধে মামলা করে এপিক গেইমস। শীঘ্রই তাদের এই আইনি লড়াই শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই।

টেকরাডার অবলম্বনে এজেড/ আগস্ট ৩০/২০২০/১২৫৬

আরও পড়ুন

ভিডিও গেইমসে একত্রে এপিক গেইমস-সনি!

ইন-অ্যাপ পার্চেস শর্ত : বিপদে অ্যাপল

অ্যাপল এখন ২ ট্রিলিয়ন ডলারের কোম্পানি

উইচ্যাট নিষিদ্ধ হলে অ্যাপলের হবে বড় ক্ষতি!

*

*

আরও পড়ুন