![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হলিউডের ব্লকবাস্টার সিনেমা ব্ল্যাক প্যান্থারের নায়ক চ্যাডউইক বসম্যান মৃত্যুবরণ করেছেন।
গত ৪ বছর ধরে লড়াই করছিলেন কোলন ক্যান্সারের সঙ্গে। শুক্রবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাসায় তার লড়াই শেষ হয়। শেষ মূহুর্তে তার পাশে ছিলেন স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা।
আজ সকালে চ্যাডউইকের ভেরিফাইড ফেইসবুক পেইজে জানানো হয়, ২০১৬ সালে যখন ক্যান্সার ধরা পরে তখন তা তৃতীয় স্তরে পৌঁছেছিলো। অভিনয় চালিয়ে গেলেও কেমোথেরাপি দিতে হয়েছে, অপারেশনও করতে হয়েছে কয়েক বার। সম্প্রতি তার ক্যান্সার চতুর্থ স্তরে পৌঁছে যায়। ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর কখনও প্রকাশ করেননি তিনি।
চ্যাডউইকের মৃত্যুর সংবাদে ব্ল্যাক প্যান্থার ভক্তদের অনেকেই দুঃখ প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। হলিউডে কাজ করা বাংলাদেশি অ্যানিমেটর ওয়াহিদ ইবনে রেজা ফেইসবুকে লেখেন, ‘শকিং’।
সিমিন সামাহা নামের এক ফেইসবুক ব্যবহারকারী লেখেন, অসাধারণ এক অভিনেতা, মাত্রই তো বড় বড় কাজ করা শুরু করেছিলেন!
ওয়াহি সাত্তার সামের আরেক ব্যবহারকারী লেখেন, খুব তাড়াতাড়িই চলে গেলেন চ্যাডউইক।
হাভার্ড গ্র্যাজুয়েট চ্যাডইউক বসম্যানের হলিউড ক্যারিয়ার শুরু হয় ২০১৩ সালে। তার অভিনয় জীবনের সবচেয়ে বড় হিট সিনেমা ব্ল্যাক প্যান্থার। সেখানে কাল্পনিক শহর ওয়াকান্ডার রাজা হিসেবে অভিনয় করেন তিনি। সারা বিশ্বে সিনেমাটি ১৩০ কোটি ডলার আয় করে। কমিকস থেকে নির্মিত এটাই প্রথম সিনেমা যা অস্কারের মনোনয়ন পায়।
‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের কিছু সিনেমাতে অভিনয় করেছেন তিনি।
বিবিসি অবলম্বনে এজেড/ আগস্ট ২৯/২০২০/১৪২৫