![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইউটিউবার ল্যানডন ক্লিফোর্ড মাত্র ১৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে তার স্ত্রী ক্যামরিন ক্লিফোর্ড এ তথ্য জানান।
পোস্টে তিনি লেখেন, ৬ দিন ধরে কোমায় ছিলেন ল্যানডন। মৃত্যুর আগে দেশজুড়ে কয়েকজনকে অঙ্গ দান করে গেছেন তিনি। তবে মৃত্যুর কারণ উল্লেখ করেননি ক্যামরিন।
তাদের বন্ধু ও ভক্তরা জানায়, মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যু হয় ক্লিনফোর্ডের।
ইউটিউবে এ দম্পতির ক্যামঅ্যান্ডফ্যাম নামের একটি চ্যানেল আছে, যার সাবস্ক্রাইবার সংখ্যা ১৩ লাখ। ২০১৭ সালে তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসার সময় চ্যানেলটি খোলা হয়। কিশোর-কিশোরী হয়ে নবজাতককে কিভাবে সামলাচ্ছেন তা ভিডিওতে বিস্তারিত জানাতেন এ দম্পতি।
এছাড়াও, চ্যানেলটিতে তাদের পারিবারিক জীবনের নানা ঘটনার ভিডিও আছে। গত বছর জুনে তারা বিয়ে করেন। ২ বছর ও ৪ মাস বয়সী দুটি মেয়ে আছে তাদের।
টুডে অবলম্বনে এজেড/ আগস্ট ২৭/২০২০/১১৫৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি