Samsung IM Campaign_Oct’20

কনভোকেশন হলো ভার্চুয়াল রিয়েলিটিতে

ভার্চুয়াল রিয়েলিটিতে কনভোকেশনের আয়োজন। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মহামারীর মধ্যে সামাজিক দূরত্ব মানতে প্রযুক্তির  অভিনব ব্যবহার দেখিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলোজি (আইআইটি বোম্বে)।

ভার্চুয়াল রিয়েলিটিতে কনভোকেশনের আয়োজন করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি।

২ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের ভার্চুয়াল সংস্করণ তৈরি করে আয়োজন করা হয় এই কনভোকেশন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক শিক্ষার্থীই কনভোকেশনের ছবি বা ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, এক এক করে শিক্ষার্থীরা আইআইটি বোম্বের পরিচালক সুভাশিস চৌধুরির কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছেন। আয়োজনটি সরাসরি ফেইসবুক লাইভে ও ইউটিউবে দেখানো হয়।

এক বিবৃতিতে আইআইটি বোম্বে জানায়, মহামারির কারণে শিক্ষার্থীদেরা বঞ্চিত হোক তা বিশ্ববিদ্যালয়টি চায়নি। এ কারণে শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মীরা মিলে আয়োজন সম্পন্ন করেছেন।

এখন পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় ভারতের অবস্থান এখন তিন। শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

ম্যাশেবল ও সিএনএন অবলম্বনে এজেড/ আগস্ট ২৬/২০২০/১৪৫৫

আরও পড়ুন

একাকীত্ব দূর করছে ‘ভার্চুয়াল বয়ফ্রেন্ড’

ভার্চুয়াল রিয়েলিটিও স্পর্শ করা যাবে

কলেজ শিক্ষক নিলেন ভার্চুয়াল ক্লাস

মৃত্যু আসার সংবাদ ভার্চুয়ালি দিয়ে বিপাকে ডাক্তার

*

*

আরও পড়ুন