স্যাটেলাইট অ্যান্টিনায় বিনিয়োগ বিল গেটসের

বিল গেটস। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের কাছ থেকে ৭ কোটি ৮৫ লাখ ডলারের বিনিয়োগ পেয়েছে স্যাটেলাইট অ্যান্টিনা তৈরির কোম্পানি কিমেটা।

এই বিনিয়োগ এসেছে বিল গেটসের ইনভেস্টমেন্ট ফার্ম গেটস ফ্রন্টিয়ার থেকে।

কিমেটার মূল পণ্য হচ্ছে কিমেটা ইউ৮ টার্মিনাল। এটি আসলে পিজ্জা বক্সের মতো দেখতে একটি অ্যান্টিনা, যা সেলুলার টাওয়ার ও স্যাটেলাইটের সঙ্গে কানেক্ট করতে পারবে। ফলে গাড়ি, অ্যাম্বুলেন্স, মিলিটারি ট্রাক, বাস, ট্রেন ও নৌকাতেও নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক পাওয়া যাবে। মোবাইলে ডেটা প্ল্যান কেনার মাধ্যমেই এ নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। চলতি বছরের শেষে পরীক্ষামূলকভাবে ১ হাজার ডলারে ৩০ দিনের ইন্টারনেট প্যাকেজ কেনা যাবে। তবে একটি অ্যান্টিনা কিনতে খরচ পড়বে ৩০ হাজার ডলার।

Techshohor Youtube
গাড়ির উপরে অ্যান্টিনা। ছবি : ইন্টারনেট

২০১২ সালে স্থাপিত কিমেটার মূলধন এখন ৩০ কোটি ডলার। বর্তমানে তাদের কর্মী সংখ্যা ২০০। কোম্পানিতে এর আগেও ২০১৬ সালে বিনিয়োগ করেছিলেন বিল গেটস। এ বিষয়ে কিমেটার এক্সিকিউটিভ চেয়ারম্যান বলেন, আমাদের প্রযুক্তির উপর বিল গেটসের আস্থা আছে। নেটওয়ার্ক যেভাবে ব্যবহার করা হয় তার ধারণা বদলে দেবে এই প্রযুক্তি।

২০২৩ সালের মধ্যে বছরে অন্তত ২০ হাজার ইউনিট টার্মিনাল উৎপাদনের প্রকল্প হাতে নিয়েছে মার্কিন কোম্পানিটি।

সিএনবিসি ও গ্যাজেটস ৩৬০ ডিগ্রি অবলম্বনে এজেড/ আগস্ট ২৬/২০২০/১২১৬

*

*

আরও পড়ুন