ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দিতে চান প্রধানমন্ত্রী

ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফ্রিল্যান্সারদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উদ্যোগী হয়েছেন।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মঙ্গলবার ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১টি)’ প্রকল্প অনুমোদনকালে বিষয়টি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, ‘বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, অনেক স্মার্ট ছেলে ফ্রিল্যান্সিং করছে, ভালো কাজ করে, ভালো আয় করে, সুন্দর কাপড় পরে। কিন্তু বিয়ে করতে গেলে অসুবিধা হয়।’

Techshohor Youtube

‘প্রধানমন্ত্রী এটা দূর করার জন্য বুদ্ধি খুঁজলেন। তারা যে কাজ করছে, এটার সামাজিক এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি কিভাবে দেওয়া যেতে পারে, জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী’ বলছিলেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী জানান, ফ্রিল্যান্সারদের জন্য কোনো ধরনের রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট কেউ দিতে পারে কিনা, এ বিষয়ে প্রধানমন্ত্রী আইটি খাতের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।

এডি/২০২০/২১০০/আগস্ট২৫

*

*

আরও পড়ুন