Techno Header Top

লাইভে অগ্রগতি দেখাবে নিউরালিংক

নতুন প্রযুক্তি আনছে ইলন মাস্কের কোম্পানি। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সংযোগ ঘটানোর কাজে আরও একধাপ এগিয়েছে ইলন মাস্কের কোম্পানি নিউরালিংক।

নিউরালিংকের ব্রেইন-কম্পিউটার ইন্টারফেসের কতোটা অগ্রগতি হয়েছে তা সরাসরি দেখানো হবে ২৮ আগস্ট। গত মাসে এক টুইটে বিষয়টি জানান ইলন মাস্ক।

কম্পিউটারের সংযোগ ঘটাতে মস্তিষ্কের ভেতর একটি ক্ষুদ্র চিপ যুক্ত করা হবে। এতে অকেজো অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করানো যাবে। একইসঙ্গে দৃষ্টি শক্তি ও শ্রবণ শক্তিরও উন্নয়ন ঘটাবে। তবে এখনই এই চিপ হাতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

চলতি বছর মানব দেহে এই চিপের পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে পারে। দীর্ঘমেয়াদে মস্তিস্কে চিপটি রাখা নিরাপদ কিনা, পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা তা যাচাই বাছাই শেষে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদন দিলে তবেই তা বাজারে আসবে।

এই প্রযুক্তির ব্যবহার শুরু হলে পারকিনসন, ডিমেনশিয়া ও স্ট্রোকে মস্তিষ্কের কিছু স্থানের নিয়ন্ত্রণ হারানো ব্যক্তিরা উপকৃত হবেন।

টেসলারাতি ও গিজমোদো অবলম্বনে এজেড/আগস্ট ২৫/২০২০/১৪১৫

আরও পড়ুন –

মস্তিষ্ক ও কম্পিউটারকে সংযোগ করার চেষ্টায় ইলন মাস্ক

একদিনে ইলন মাস্কের আয় ৮ বিলিয়ন

মনোযোগ পেতে ভুল টুইট করেন ইলন মাস্ক!

*

*

আরও পড়ুন