Techno Header Top and Before feature image

আইফোন টেন আর উৎপাদন বন্ধ করবে অ্যাপল!

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  অক্টোবরেই নতুন আইফোন ১২ সিরিজ আনতে যাচ্ছে অ্যাপল।  তবে আরও নতুন খবর হলো, আইফোন ১২ সিরিজ আনার পর আইফোন ‘টেন আর’ মডেলের উৎপাদন বন্ধ করে দিতে পারে অ্যাপল।

চলতি বছরেই করোনাভাইরাসের প্রভাবের মধ্যেই আইফোন ‘এসই ২০২০’ এনেছে অ্যাপল। কমদামের এই আইফোনটি টেন আরের চেয়ে বেশ ভালো সাড়া ফেলেছে । ফলে অ্যাপল এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

অবশ্য আইফোন টেন আরের সঙ্গে সঙ্গে আইফোন ১১ প্রো এবং ১১ প্রো ম্যাক্স ডিভাইসটিরও উৎপাদন বন্ধ করে দিতে পারে ।

এদিকে একই সঙ্গে আনা আইফোন ১১ উৎপাদন বন্ধ করবে না অ্যাপল। কেননা যে কয়েকটি ডিভাইস বিক্রির রেকর্ড করেছে তার মধ্যে আইফোন ১১ অন্যতম।

অ্যাপল আইফোন ১২ সিরিজে দুটি প্রিমিয়াম ডিভাইস রাখতে যাচ্ছে বলে খবর বেরিয়েছে।

আইফোন ১২ প্রো ডিভাইসটি আসতে পারে ৬.১ ইঞ্চি অথবা ৬.৭ ইঞ্চি সাইজে। আর এতে থাকবে নতুন অসংখ্য ফিচার।

ইন্টারনেট অবলম্বনে ইএইচ/আগস্ট ২৪/২০২০/১৩০০

আরও পড়ুন –

আইফোন ১২ আসবে অক্টোবর ১২!

চীনা নেভিগেশন সাপোর্ট করবে আইফোন ১২!

চীনে নয়, আইফোন সংযোজন হচ্ছে ভারতে

মাস্ক পরেও খোলা যাবে আইফোনের লক

*

*

আরও পড়ুন