![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মিডরেঞ্জের পর এবার বাজেট ফোনও আনতে যাচ্ছে ওয়ানপ্লাস।
সেপ্টেম্বরের শেষে স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসরের ফোন আসবে। পরবর্তীতে স্ন্যাপড্রাগন ৪৬০ ও স্ন্যাপড্রাগন ৬৯০ প্রসেসর সম্বলিত দুটি ফোন আনবে তারা। টুইটার অ্যাকাউন্ট ‘দ্য টেক গাই’ থেকে এই তথ্য ফাঁস করা হয়।
স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসরের ফোনটিতে থাকবে চারটি কর্টেক্স-এ৭৩ কোর। ৬৬৫ প্রসেসরের ফোনটিতে থাকবে ৪ জিবি র্যাম, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। দাম হবে ২১৩ থেকে ২৪০ ডলারের মধ্যে।
ওয়ানপ্লাস যে সাশ্রয়ী দামের ফোনের বাজারে প্রবেশ করতে চায় তার আভাস গত মে মাসেই দিয়েছিলেন কোম্পানিটির সিইও পিট লাউ। সে সময় তিনি বলেন, সাশ্রয়ী দামের ফোন আনলে ওয়ানপ্লাসের ক্রেতা আরও বাড়বে। ফলে বিষয়টি নিয়ে আমরা বিবেচনা করছি।
এরই ফলস্বরূপ জুলাই মাসে ওয়ানপ্লাস নর্ড উন্মোচন করে কোম্পানিটি। ফোনটির ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম শুরু হয়েছে ৩৩৫ ডলার থেকে। ফোনটি বাজারে আসে ৪ আগস্ট।
গিজমোচায়না অবলম্বনে এজেড/ আগস্ট ২৪/২০২০/১৩৫০
আরও পড়ুন –
ওয়ানপ্লাসে প্রি-ইন্সটল্ড ফেইসবুক, অসন্তুষ্ট ব্যবহারকারীরা
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি