এই ছিল ইনস্টাগ্রামে সেলেনার আইসক্রিম খাবার ছবির রহস্য!

নতুন গানের নাম 'আইসক্রিম'। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বখ্যাত গায়িকা সেলেনা গোমেজ মনের আনন্দে আইসক্রিম খাচ্ছেন। তা তিনি খেতেই পারেন। কিন্তু ইনস্টাগ্রামে সেই ছবি দিচ্ছেন কেন?

এমন প্রশ্ন মনে ঘোরপাক খেতেই পারে। কেননা তারকারা এমন কিছু করলে নজর একটু ভিন্ন ভাবেই থাকে তাদের প্রতি।

২৮ বছর বয়সী এই তারকা বিষয়টি খোলাসা করেছেন। তিনি কোরিয়ান মেয়েদের পপ ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’ এর সঙ্গে জোট বেঁধেছেন। সেই ব্যান্ড থেকে যে গানটি করেছেন তার শিরোনাম ‘আইসক্রিম’।

Techshohor Youtube

গত ২১ আগস্ট ইনস্টাগ্রামে আইসক্রিম খাওয়ার ছবি শেয়ার দিয়ে খবরটি জানান সেলেনা। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আইসক্রিম? ব্ল্যাকপিঙ্ক? আপনাদের ধারেকাছে আসছে সেলপিঙ্ক। আগামী ২৮ আগস্ট এটি মুক্তি পাবে।’

নিজের নামের প্রথম অংশ থেকে ‘সেল’ ও ব্ল্যাকপিঙ্কের ‘পিঙ্ক’ যোগ করে ‘সেলপিঙ্ক’ উল্লেখ করেছেন সেলেনা।

ব্ল্যাকপিঙ্কের টুইটার অ্যাকাউন্টে গত শুক্রবার ‘আইসক্রিম’ গানের টিজার পোস্টার প্রকাশ করা হয়েছে।

এদিকে আগামী ২ অক্টোবর বাজারে আসবে ব্ল্যাকপিঙ্কের প্রথম অ্যালবাম ‘দ্য অ্যালবাম’। দলটির চার সদস্য হলেন জিসু, জেনি, রোজ ও লিসা। গত জুনে তাদের প্রথম গান ‘হাউ ইউ লাইক দ্যাট’ মুক্তি পায়। এটি পাঁচটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়ে ফেলেছে।

ইন্টারনেট অবলম্বনে ইএইচ/আগস্ট ২৩/২০২০/১২২৩

আরও পড়ুন –

অনুমতি ছাড়াই গেইমে মডেল, সেলেনা গোমেজের মামলা

সেলেনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে লুকোচুরি

ইন্সটাগ্রামে সেলেনা গোমেজ- ‘প্রে ফর গাজা

সোশ্যাল মিডিয়ায় বিবার-সেলেনা’র প্রেমযুদ্ধ

*

*

আরও পড়ুন