মিডরেঞ্জের প্রসেসরসহ আসবে পিক্সেল ৫

পিক্সেল ৪এ ফাইভজি ও পিক্সেল ৫। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গত আগস্টে পিক্সেল ৪এ উন্মোচনের সময় গুগল জানায় তারা পিক্সেল ৫ বাজারে আনবে অক্টোবরে। তবে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে তারা কোনো তথ্য দেয়নি। 

এবার ভারতীয় ওয়েবসাইটে অনলিকসে পিক্সেল ৫ এর রেন্ডার ছবিসহ নানা তথ্য ফাঁস হয়েছে। ছবিতে দেখা গেছে, ফোনটির পেছনে আছে দুটি ক্যামেরা ও ফ্ল্যাশ। সামনে ডিসপ্লের উপরে বাম দিকে আছে ফ্রন্ট ক্যামেরা। অনলিকসের দাবি, ডিসপ্লের আকার হবে ৫.৮ ইঞ্চি। তবে সংবাদ মাধ্যম অ্যান্ড্রয়েড সেন্ট্রাল জানিয়েছে, ৬ ইঞ্চি ডিসপ্লেসহ আসবে পিক্সেল ৫। ব্যাটারির শক্তিও পিক্সেল ৪এ এর চেয়ে বেশি হবে।

অ্যান্ড্রয়েড সেন্ট্রাল আরও জানিয়েছে, ফাইভজি সুবিধা থাকবে বলে এর প্রসেসর হবে কম শক্তিশালী। ফ্ল্যাগশিপ প্রসেসরের বদলে এতে থাকতে পারে ৭৬৫জি প্রসেসর। গত বছর পিক্সেল ৪ ফোনটিতে ছিলো স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর। ফোনটির র‍্যাম হবে ৮জিবি, স্টোরেজ হবে ১২৮ জিবি। এর সঙ্গে থাকবে ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ও ৫ ওয়াটের রিভার্স চার্জিং (এয়ারবাডসের জন্য) প্রযুক্তি।

Techshohor Youtube

আগামী অক্টোবরে পিক্সেল ইভেন্টে পিক্সেল ৪এ ফাইভজি নামেও আরেকটি ফোন আনবে গুগল। গত ৪ আগস্ট উন্মোচিত ৩৪৯ ডলারের পিক্সেল ৪এ বাজারে এসেছে বৃহস্পতিবার।

দ্য ভার্জ অবলম্বনে এজেড/আগস্ট ২২/২০২০/১২২০

আরও পড়ুন – 

পিক্সেল ৪এ বাজারে আসবে অক্টোবরে

পিক্সেলের পর যেসব ফোন পাচ্ছে অ্যান্ড্রয়েড ১১ বেটা

*

*

আরও পড়ুন