![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ছোট্ট কন্যার ছবিতে বিকৃত ও কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের খুঁজছে পুলিশ।
সূর্যমুখী ফুলের বাগানে দাঁড়িয়ে ঝুঁটিতে ফুল গুঁজে হাসিমুখে তোলা সাকিবকন্যার ছবিতে এসব মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ব্যাপক সমালোচনা হচ্ছে।
বিকৃত মন্তব্যকারী আবরার শাহরিয়ার, শাহ মো. আবদুল্লাহ, শাহিন আলম, ড্রিমলেস কিং রেজোয়ান, বিনিয়াস হাসদা ও নিউটন তরফদার নামের কিছু আইডি চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন ফেইসবুক ব্যবহারকারীরা।
ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিকেশন ডিভিশন জানিয়েছে, ‘বাংলাদেশের গর্ব সাকিব আল হাসানের পরিবারের শিশু সদস্যকে নিয়ে কিছু বিকৃত মানসিকতার লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়টি প্রক্রিয়াধীন।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে শিষ্টাচার বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে ডিভিশন হতে।
শিশুকন্যার ছবিটি সাকিব আল হাসান ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ফেইসবুক পেইজে আর নেই।
এডি/২০২০/আগস্ট২১/১৯২০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি