![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আবারও বড় ধরনের ডেটা ফাঁসের ঘটনা ঘটেছে। এবার ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউবের সাড়ে ৩৫ কোটি ব্যবহারকারীর ডেটা বেহাত হয়েছে।
এসব ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা বিশেষ করে নাম, প্রোফাইলের পুরো নাম, প্রোফাইলের ছবি, অ্যাকাউন্টের বিস্তারিত, ফলোয়ার সংখ্যা, লাইক সংখ্যা সবকিছুই বেহাত হয়েছে। আর এসব তথ্য দেওয়া হয়েছে ডার্ক ওয়েবে।
এছাড়াও তাদের সবগুলো প্রোফাইলে দেয়া ফোন নম্বর অথবা ইমেইল ঠিকানাও নিয়ে নেয়া হয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান কম্পারিটেক ডেটা ফাঁসের এমন তথ্য সামনে এনেছে। তারা প্রথমে ডার্ক ওয়েবে এই ডেটার সন্ধান পেয়েছে।
ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণা প্রতিষ্ঠানটি কয়েকটি ভাবে ১০০ মিলিয়ন ব্যবহারকারীর ডেটা সেখানে প্রথমে শনাক্ত করতে পারে। এরপর বাকিগুলোর বিষয়ে অনুসন্ধান চালালে সেগুলোও পায়।
এর মধ্যে ৪২ মিলিয়নই টিকটক ব্যবহারকারী। এছাড়াও ৪ মিলিয়ন ইউটিউব ব্যবহারকারী রয়েছেন।
কিন্তু ঠিক কারা এই ডেটা ফাঁস করেছে সে সম্পর্কে কিছু জানায়নি কম্পারিটেক।
ইন্টারনেট অবলম্বনে ইএইচ/আগস্ট ২১/২০২০/ ১১৪০
আরও পড়ুন –
২০০ কোম্পানির ডেটা হ্যাক করেছে রাশিয়ার রোস্টেলকম!
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি