![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মার্কিন প্রশাসনের ‘কুনজর’ বা ‘কালো থাবা’ থেকে হুয়াওয়েকে বাঁচাতে কাজ করার কথা জানিয়েছে চীনের বাণিজ্য বিভাগ।
প্রতিষ্ঠানটির বৈধ স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবার বিষয়টি সামনে এনেছে চীন। চীনের বাণিজ্য বিভাগ থেকে এমন কথা জানানো হয়েছে।
চলতে সপ্তাহেই মার্কিন প্রশাসনের পক্ষ থেকে হুয়াওয়ের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেবার কথা ঘোষণা করার পর চীনও এমন কথা জানিয়েছে।
এমনিতেই দেশটিতে সীমাবদ্ধতার মধ্যে ব্যবসা করতে হচ্ছে হুয়াওয়েকে। সেই সীমাবদ্ধ ব্যবসা করার পরিধিও কমে এসেছে। সম্প্রতি আবারও কয়েক সপ্তাহের জন্য সীমাবদ্ধ লাইসেন্স নিয়েছে হুয়াওয়ে।
অন্যদিকে বিশ্বের অনেক দেশে চীনের হুয়াওয়ের তৈরি ফাইভজি যন্ত্রাংশ ব্যবহার না করতে লবিং করে চলেছে যুক্তরাষ্ট্র। সেই লবিংয়ে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশ ইতোমধ্যে হুয়াওয়ের ফাইভজি যন্ত্রাংশ ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে।
এভাবে বৈশ্বিক চাপের মুখে থাকলেও চীন বলছে, তারা হুয়াওয়ের জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়ে এসব থেকে বের করতে চায়।
অবশ্য হুয়াওয়ের বিরুদ্ধে সেসব দেশের জাতীয় নিরাপত্তা নিয়ে যেসব অভিযোগ তা হুয়াওয়ে এবং চীন উভয়ই অস্বীকার করেছে।
রয়টার্স অবলম্বনে ইএইচ/আগস্ট২১/ ২০২০/ ১০৫৮
আরও পড়ুন –
যুক্তরাষ্ট্রের চাপে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ চিপ তৈরি বন্ধ!
বৈশ্বিক চাপের মধ্যেই হুয়াওয়ের সম্মেলন শুরু
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি