Techno Header Top and Before feature image

ফিজিকাল বাটনের ফাইভজি ফোন আনবে ব্ল্যাকবেরি

ব্ল্যাকবেরি ফোন। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সব আশংকা দূর করে আবারও ফিরছে ব্ল্যাকবেরি ফোন। ২০২১ সালে ফাইভজি নেটওয়ার্ক সাপোর্টসহ ফিজিকাল কিবোর্ডের ফোনটি বাজারে আসবে।

আগামী ৩১ আগস্ট টিসিএলের সঙ্গে ব্ল্যাকবেরির অংশীদারিত্ব শেষ হবে। তাই নতুন কোম্পানি অনওয়ার্ডমোবিলিটির সঙ্গে চুক্তি করেছে তারা। ফোন উৎপাদনের জন্য নতুন চুক্তি না করলে চিরতরে বিদায় নিতে হতো ব্ল্যাকবেরিকে। 

ব্ল্যাকবেরির ডিজাইন, উৎপাদন ও বিক্রির স্বত্ব কিনে নেওয়া অনওয়ার্ডমোবিলিটি নতুন একটি স্টার্টআপ। অস্টিনভিত্তিক এই স্টার্টআপের কর্মী সংখ্যা ৫০।

ফোনটির অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড। ফোনটি সর্বপ্রথম হাতে পাবেন উত্তর আমেরিকা ও ইউরোপের বাসিন্দারা।

গত দশকের মাঝামাঝি জনপ্রিয়তা কমতে থাকলে ২০১৬ সালে ফোন উৎপাদনের জন্য টিএলসি কমিউনিকেশনের সঙ্গে চুক্তি করে ব্ল্যাকবেরি। টাচস্ক্রিন ফোনের বাজারে সুবিধা করতে না পারায় দ্রুতই ব্ল্যাকবেরি ফোনের বিক্রি কমে যায়। তাই ফোনের পরিবর্তে সফটওয়্যার ও ইন্টারনেট অব থিংক (আইওটি) ডিভাইস নির্মাণের প্রতি ঝোঁকে ব্ল্যাকবেরি।

বর্তমানে বিশ্ব স্মার্টফোন বাজারের মাত্র ১ শতাংশ ব্ল্যাকবেরির দখলে রয়েছে।

বিবোম অবলম্বনে এজেড/ আগস্ট ২০/২০২০/১৪৫৮

আরও পড়ুন – 

ব্ল্যাকবেরি ফোনের ভবিষ্যৎ অনিশ্চিত 

ফেইসবুক বলছে ব্ল্যাকবেরি চোর!

আসছে ব্ল্যাকবেরি কিটু

*

*

আরও পড়ুন