Samsung IM Campaign_Oct’20

অন্য কোম্পানির স্মার্ট ডিসপ্লেতে চলবে জুম

ফেইসবুক পোর্টাল। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অচিরেই গুগল, ফেইসবুক ও অ্যামাজনের স্মার্ট ডিসপ্লেতে জুম অ্যাপ থেকে ভিডিও চ্যাটের সুবিধা আসছে।

আগামী কয়েক মাসের মধ্যে অ্যামাজনের ইকো শো, গুগল নেস্ট ও ফেইসবুকের পোর্টাল স্মার্ট ডিসপ্লেতে ভিডিও কনফারেন্সিং অ্যাপটি ব্যবহার করা যাবে। সর্বপ্রথম ফেইসবুক পোর্টালে জুম সাপোর্ট আসবে। আগামী সেপ্টেম্বর থেকে জুম থেকে ভিডিও চ্যাট করতে পারবেন পোর্টাল ব্যবহারকারীরা।

ভবিষ্যতে ফেইসবুক ওয়ার্কপ্লেসের কর্মীরাও এতে লগ ইন করে মিটিং করত পারবেন, গুগল নেস্টের ব্যবহারকারীরা গুগল অ্যাসিস্ট্যান্টকে কমান্ড দিয়ে মিটিংয়ে ঢোকার সুবিধা পাবেন এবং ক্যালেন্ডার অ্যাপে দিনক্ষণ ঠিক করা থাকলে সে অনুযায়ী জুমে মিটিং চালু করবে অ্যালেক্সা। ফলে আইডি ও পাসওয়ার্ড দিয়ে মিটিংয়ে ঢোকার প্রয়োজন পড়বে না। বছরের শেষ দিকে ইকো শো ৮ এ জুম অ্যাপটি পাওয়া যাবে।

গত মাসে ভিডিও চ্যাটের জন্য ‘জুম ফর হোম’ নামে একটি টাচ স্ক্রিন ডিভাইস আনে জুম। বাজারে গুগলের নেস্ট হাব, ফেইসবুকের পোর্টাল ও অ্যামাজনের ইকো শো ডিভাইসের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা চলছে জুম ফর হোমের।

দ্য ভার্জ অবলম্বনে এজেড/ আগস্ট ২০/২০২০/১২১৫

আরও পড়ুন –

সিঙ্গাপুরে জুমের ডেটা সেন্টার চালু

টাচস্ক্রিন ডিভাইস আনলো জুম

জুম এখন এএমডির চেয়ে বড় কোম্পানি

*

*

আরও পড়ুন