![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দক্ষিণপূর্ব এশিয়ায় প্রথম ডেটা সেন্টার চালু করেছে ভিডিও কনফারেন্সিং সেবাদাতা প্রতিষ্ঠান জুম। ডেটা সেন্টারটি চালু হচ্ছে সিঙ্গাপুরে।
করোনা মহামারির মধ্যে সবচেয়ে দ্রুত গ্রাহক পাওয়া অ্যাপটির নাম জুম। যদিও শুরু থেকেই নিরাপত্তা ও ডেটা বিষয়ে উদ্বেগ নিয়ে সমালোচনায় ছিল প্রতিষ্ঠানটি।
সিঙ্গাপুরের ডেটা সেন্টারটি প্রতিষ্ঠানটি ১৮তম সেন্টার। এই ডেটা সেন্টার দিয়ে দক্ষিণপূর্ব এশিয়ায় আরও গ্রাহক বাড়াতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।
জুমের হেড অফ ইন্টারন্যাশনাল এবি স্মিথ বলেছেন, প্রকৌশলী এবং বিপণন কর্মীসহ সিঙ্গাপুরে আরও কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
এরই মধ্যে চলতি বছর নিরপত্তা গবেষকরা বের করেছেন যে, চীনের সার্ভারের মাধ্যমে কিছু কল পাঠিয়েছে জুম। কলগুলো চীনের বাইরের হলেও এগুলো চীনের সার্ভারের মাধ্যমে যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
ইন্টারনেট অবলম্বনে ইএইচ/আগস্ট ১৮/২০২০/২৩০৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি