![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্যবহারকারীদের ডেটা চুরির অভিযোগে অচিরেই যুক্তরাষ্ট্রের ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছে টিকটক। উপযুক্ত ক্রেতা পেলেই ব্যবসা গুটিয়ে চলে যাবে চীনা কোম্পানিটি।
তবে শুরু থেকেই ডেটা চুরির অভিযোগ অস্বীকার করে এসেছে কোম্পানিটি। এবার নিজেদের বক্তব্য তুলে ধরতে একটি ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছে তারা।
নতুন টিকটকআস.ইনফো ওয়েবসাইটটিতে টিকটক জানিয়েছে, ট্রাম্প সরকার ও মার্কিন মিডিয়ার ছড়ানো ভুয়া তথ্যের বিপরীতে এখানে সত্যিটাই তুলে ধরা হবে।
যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তার জন্য যে তারা হুমকি নয়, তা প্রমাণে ওয়েবসাইটটিতে অংসখ্য খবরের লিঙ্ক ও বিশেষজ্ঞদের মতামত তুলে ধরেছে টিকটক।
কোম্পানিটি আরও জানায়, চীনে টিকটক ব্যবহার করা যায় না। টিকটকের চীনা সংস্করণের নাম দোইন। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ডেটা সংরক্ষণ করা হয় ভার্জিনিয়ায়। এসব তথ্যের ব্যাকআপ থাকে সিঙ্গাপুরে। এই ডেটার নাগাল কর্মীরাও পান না। কখনোই মার্কিন ব্যবহারকারীদের তথ্য চীন সরকারকে দেয়নি টিকটক। চীন সরকার চাইলেও তা দেওয়া হবে না। এসব তথ্যের বাইরে টিকটককে ঘিরে যা কিছু ছড়ানো হচ্ছে সবই ভুয়া।
আরও পড়ুন
টিকটকের বিরুদ্ধে নির্বাহী আদেশে ট্রাম্পের সই
ম্যাশেবল অবলম্বনে এজেড/ আগস্ট ১৮/২০২০/১৫
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি