Samsung IM Campaign_Oct’20

ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করবে মাইক্রোসফট

ইন্টারনেট এক্সপ্লোরার। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইন্টারনেট এক্সপ্লোরার ১১ ব্রাউজারের সময় শেষ হয়ে এসেছে।

আগামী বছরের আগস্টে মাইক্রোসফটের আনলাইন সার্ভিস অফিস ৩৬৫, ওয়ানড্রাইভ ও আউটলুকে ইন্টারনেট এক্সপ্লোরার ১১ এর সাপোর্ট বন্ধ হয়ে যাবে। এর আগে ৩০ নভেম্বর মাইক্রোসফট টিমের ওয়েব অ্যাপে ব্রাউজারটি বন্ধ হবে।

ইন্টারনেট এক্সপ্লোরার ১১ চালু হয় ২০১৩ সালে। ইন্টারনেট এক্সপ্লোরারের ব্যবহার ও সাপোর্ট বন্ধ করতে কয়েক বছর ধরেই প্রস্তুতি নিচ্ছে মাইক্রোসফট।

এছাড়া, ২০২১ সালের ৯ মার্চে মাইক্রোসফটের ডেক্সটপ অ্যাপ এজ লেগেসি ব্রাউজারও মাইক্রোসফটের সাপোর্ট হারাবে। সাপোর্ট হারানোর পর ব্যবহারকারীরা কোনো সিকিউরিটি আপডেট পাবেন না।

বর্তমানে মাইক্রোসফট তাদের উইন্ডোজ ১০ ব্যবহারকারীদেরকে ক্রোমিয়াম-ভিত্তিক এজ ব্রাউজার ব্যবহারে উৎসাহিত করছে। আগামীতেও যত ডিভাইস ও অপারেটিং সিস্টেম আসবে সেগুলোতে থাকবে নতুন সংস্করণের এজ ব্রাউজারটি।

দ্য ভার্জ ও উইন্ডোজ সেন্ট্রাল অবলম্বনে এজেড আগস্ট ১৮/২০২০/১৩৪৮

*

*

আরও পড়ুন