মিড রেঞ্জ ফোনের চিপ আনলো মিডিয়াটেক

ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফাইভজি সমর্থিত নতুন চিপসেট ‘ডাইমেনসিটি ৮০০ইউ’ আনার ঘোষণা দিয়েছে মিডিয়াটেক। চলতি বছর বাজারে আসা ডাইমেনসিটি ৮০০ এর উন্নত সংস্করণ এটি।

ডাইমেনসিটি সিরিজের ৬তম এই চিপ থাকবে মিড রেঞ্জের ফোনে। আগামী কয়েক মাসের মধ্যে এই চিপ সম্বলিত ফোন বাজারে আসবে।

অক্টাকোর চিপসেটটি ৭ ন্যানোমিটার টিএসএমসি ফিনএফইটি প্রসেসে তৈরি। এর মধ্যে দুটি এআরএম কর্টেক্স-এ৭৬ কোরের ক্লক স্পিড হবে সর্বোচ্চ ২.৪ গিগাহার্জ এবং ছয়টি এআরএম কর্টেক্স-এ৫৫ কোরের ক্লক স্পিড হবে সর্বোচ্চ ২.০ গিগাহার্জ।

Techshohor Youtube

ফাইভজি মডেম সম্বলিত চিপটি সমর্থন করবে ১২ জিবি র‍্যাম, ১২০ হার্জ রিফ্রেশ রেট, এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেলের সেন্সর, ২০ মেগাপিক্সেল ও ১৬ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সিস্টেম। ভিডিও রেকর্ড করা যাবে ফোরকে রেজুলেশনে। এর সঙ্গে থাকবে মাল্টি ফ্রেম নয়েজ রিডাকশনের সুবিধা।

ডাইমেনসিটি সিরিজের চিপসেট সম্বলিত ফোন এখন পর্যন্ত শুধু চীনেই পাওয়া যাচ্ছে। মিডিয়াটেক জানিয়েছে, বছরের শেষভাগে বাকি বিশ্বের জন্য এই চিপসেট সম্বলিত ফোন উন্মুক্ত করা হবে।

বিবোম অবলম্বনে এজেড/আগস্ট ১৮/২০২০/১১৪০

*

*

আরও পড়ুন